রোনালদোবিহীন পর্তুগালও দুর্বার
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় নেশন্স লিগে সুইডেনের বিপক্ষে খেলা হয়নি ক্রিশ্চিয়োনো রোনালাদোর। যদিও পর্তুগাল সেটা টেরই পায়নি। দলের প্রাণ ভোমরাকে ছাড়াই সুইডেনের বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়েছে নেশন্স লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।
লিসবনে বুধবার রাতে সুইডেনকে ৩-০ গোলে হারিয়েছে পর্তুগাল। দলের হয়ে দুটি গোল করেন দিয়েগো জতা। একটি গোল করেন বার্নান্দো সিলভা। এ জয়ে 'এ' লিগের তিন নম্বর গ্রুপের শীর্ষে উঠেছে রোনালদোর দেশ। সমান পয়েন্ট নিয়ে দুই নম্বরে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স।
গতকাল রাতে জয় পেয়েছে ফ্রান্সও। ২০১৮ বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়েছে তারা। একটি করে গোল করেছেন অঁতোয়ান গ্রিজম্যান ও কিলিয়ান এমবাপ্পে।
নেশন্স লিগে মুখোমুখি হয়েছিল ইতালি ও নেদারল্যান্ডসও। এই ম্যাচটিতে ফল আসেনি, ১-১ গোলে ড্র হয়েছে। ইতালির পক্ষে লরেঞ্জো পেলেগ্রিনি ও ডাচদের পক্ষে ডনি ফন ডি বিক গোল করেন। আরেক ম্যাচে ডেনমার্কের বিপক্ষে ১-০ গোলে হেরেছে ইংল্যান্ড।
সুইডেনেরে বিপক্ষে দারুণ ছন্দময় ফুটবল খেলেছে আগের ম্যাচে ফ্রান্সের বিপক্ষে ড্র করা পর্তুগাল। গোলের দেখা পেতেও বেশি সময় অপেক্ষা করতে হয়নি তাদের। ম্যাচের ২১তম মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন বার্নান্দো সিলভা।
প্রথমার্ধের শেষ মুহূর্তে (৪৪ মিনিটে) ব্যবধান দ্বিগুন করেন দিয়েগো জতা। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আসরের বর্তমান চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধে গোলের দেখা মিলছিল না। ৭২ মিনিটে গিয়ে নিজের দ্বিতীয় ও দলের পক্ষে তৃতীয় গোলটি করেন জতা।
নেশন্স লিগের অন্যান্য ম্যাচের ফল
ফিনল্যান্ড ১-০ আয়ারল্যান্ড
বেলারুশ ২-০ কাজাখস্তান
বুলগেরিয়া ০-১ ওয়েলস
গ্রিস ০-০ কসোভো
আইসল্যান্ড ১-২ বেলজিয়াম
পোল্যান্ড ৩-০ বসনিয়া ও হার্জেগোভিনা
রোমানিয়া ০-১ অস্ট্রিয়া
রাশিয়া ০-০ হাঙ্গেরী
স্কটল্যান্ড ১- চেক প্রজাতন্ত্র
তুরস্ক ২-২ সার্বিয়া