রোনালদোর রেকর্ডের রাতে পর্তুগালের দারুণ জয়
ক্রিশ্চিয়ানো রোনালদো মাঠে নামা মানেই রেকর্ড। লম্বা ক্যারিয়ারে অনেক সাফল্যই পায়ে লুটিয়েছে বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলারের। মঙ্গলবার রাতে আরও একটি কীর্তি গড়লেন রোনালদো। ফুটবল ইতিহাসের দ্বিতীয় ফুটবলার হিসেবে দেশের হয়ে ১০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন তিনি।
রোনালদোর রেকর্ডের রাতে দারুণ এক জয় পেয়েছে পুর্তগাল। উয়েফা নেশন্স লিগের নিজেদের দ্বিতীয় ম্যাচে সুইডেনকে ২-০ গোলে হারিয়েছে পর্তুগাল। দুটি গোলই করেছেন রোনালদো। এই জয়ে 'এ' লিগের তিন নম্বর গ্রুপের শীর্ষে উঠেছে রোনালদোর দেশ।
একই রাতে রোমাঞ্চকর এক জয় পেয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। ৬ গোলের ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়েছে ফরাসিরা। দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে আছে ফ্রান্স।
আগের ম্যাচেই ১০০তম গোলের দেখা পেতে পারতেন রোনালদো। কিন্তু পায়ের সংক্রমণের কারণে প্রথম ম্যাচ ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলা হয়নি তার। পরের ম্যাচে নেমেই অপেক্ষাকে ছুটিতে পাঠালেন তারকা এই ফুটবলার।
সুইডেনের বিপক্ষে রোনালদোর করা গোলেই এগিয়ে যায় পুর্তগাল। প্রথমার্ধের শেষ মিনিটে ২৫ গজ দূর থেকে দারুণ এক ফ্রি-কিকে প্রতিপক্ষের জালে বল পাঠান তিনি। আর পৌঁছে যান ১০০তম গোলের মাইলফলকে। তার সামনে এখন কেবল ইরানের আলী দাই। সাবেক এই স্ট্রাইকার দেশের হয়ে সর্বোচ্চ ১০৯টি গোল করেছেন।
দ্বিতীয় গোলটিও আসে রোনালদোর পা থেকে। ৭২তম মিনিটে জোয়াও ফেলিক্সের পাস থেকে বল পান রোনালদো। জোরালো শটে বল জালে জড়িয়ে দেন জুভেন্টাসের এই তারকা ফরোয়ার্ড।
পর্তুগাল, ফ্রান্সের জয়ের রাতে আরও কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে নেশন্স লিগে। আইসল্যান্ডকে রীতিমতো উড়িয়ে দিয়েছে বেলজিয়াম। আইসল্যান্ডকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে অ্যাক্সেল উইটসেল, জেরেমি ডোকুরা। লুক্সেমবার্গকে ১-০ গোলে হারিয়েছে মন্টেনিগ্রো। ইংল্যান্ড-ডেনমার্কের মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।