রোনালদোর রেকর্ড ছুঁতে পারবেন লেভানডোভস্কি?
অলিম্পিক লিঁওকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে বায়ার্ন মিউনিখ। জয়ে অবদান রেখেছেন বায়ার্নের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কি। জার্মান চ্যাম্পিয়নদের হয়ে শেষ গোলটি করেন তিনি। দলের যখন শিরোপায় চোখ, লেভানডোভস্কির মাথায় তখন আরও একটি ব্যাপার ঘুরপাক খাচ্ছে।
তাই তো ম্যাচের পরই সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে বায়ার্ন স্ট্রাইকার টুইট করেছেন, 'আরও এক ধাপ কাছে।' ক্লাব ফুটবলের খবর রাখেন যারা, বায়ার্ন তারকার এই এক লাইনেই সব বুঝে নিয়েছেন।
দলের হয়ে শিরোপা জয়ের লক্ষ্যের পাশাপাশি নিজেও একটি রেকর্ডের পেছনে ছুটে চলেছেন লেভানডোভস্কি। একটি গোলে সেই রেকর্ডের আরও কাছে পৌঁছে গেছেন তিনি। যে কারণে উচ্ছ্বাস নিয়ে তা জানান দিয়েছেন পোলিশ তারকা ফুটবলার।
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে বায়ার্নের হয়ে ৫৫টি গোল করেছেন দারুণ ফর্মে থাকা লেভানডোভস্কি। বুধবার রাতে করা গোলটি দিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ক্রিশ্চিয়ানো রোনালদোর গড়া রেকর্ডের পথে আরেক ধাপ এগিয়ে গেছেন বায়ার্ন স্ট্রাইকার।
অবশ্য ইতোমধ্যে রোনালদোর একটি রেকর্ডে ভাগ বসিয়েছেন লেভা। চ্যাম্পিয়ন্স লিগের এক মৌসুমে সর্বোচ্চ গোলের তিনটি রেকর্ডই রোনালদোর দখলে। চলতি মৌসুমে ১৫ গোল করে রোনালদোর সর্বোচ্চ গোলের তৃতীয় রেকর্ডে ভাগ বসিয়েছেন লেভানডোভস্কি। চ্যাম্পিয়ন্স লিগের ২০১৭-১৮ মৌসুমে সর্বোচ্চ ১৫ গোল করেন রোনালদো।
এরআগে অবশ্য আরও বেশি গোলের রেকর্ড গড়ে আসেন জুভেন্টাসের পর্তুগিজ এই তারকা স্ট্রাইকার। রিয়াল মাদ্রিদের হয়ে ২০১৫-১৬ মৌসুমে সর্বোচ্চ ১৬ গোল করেন রোনালাদো। এর দুই মৌসুম আগে (২০১৩-১৪) ১৭ গোল করেন রোনালদো। যা চ্যাম্পিয়ন্স লিগের এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড।
এবারের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আগামী ২৪ আগস্ট লিসবনে নেইমার-এমবাপ্পেদের পিএসজির মুখোমুখি হবে বায়ার্ন। এই ম্যাচে একটি গোল করলে রোনালদোর দ্বিতীয় রেকর্ডের পাশে বসবে লেভানডোভস্কির নাম। আর দুটি গোল করতে পারলে ইতিহাসের দ্বিতীয় ফুটবলার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে ১৭ গোলের মালিক হবেন তিনি।
লেভানডোভস্কির মাথায় বিষয়টি থাকলেও তাদের কোচ হান্সি ফ্লিক ভাবছেন অন্যভাবে। তার বিশ্বাস দলের শিরোপা জয়েই বেশি মনোযোগ থাকবে লেভার, 'সে এসব নিয়ে ভাববে না। সে অনেক পরিশ্রম করে দলের জন্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ এটাই। সে আমার চোখে বিশ্বের সেরা সেন্টার ফরোয়ার্ড। আশা করি সে পিএসজির বিপক্ষেও গোল করবে।'