রোনালদো ফিরছেন, টিকেট বিক্রি হচ্ছে ৩ লাখ টাকায়!
ব্যাপারটা অনেকটা ঘরের ছেলে ঘরে ফেরার মতো। পর্তুগালের ফুটবলার হলেও ক্রিশ্চিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরাটা অনেকের কাছেই 'ঘরে ফেরা'। রোনালদোর ভাষাতেও তাই; 'সেখানে ফিরে এসেছি, যেটি আমার ঠিকানা।' রেড ডেভিলদের হয়েই তো স্বপ্নের শুরু করেছিলেন তারকা এই স্ট্রাইকার।
এর পরের কয়েক বছরে মহানায়ক হয়ে উঠেছেন রোনালদো। মহানায়ক হয়ে তিনি ফিরেছেন প্রিয় ম্যান ইউতে। ক্লাবের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার ফিরে আসায় ম্যান ইউ সমর্থকদের উচ্ছ্বাসের শেষ নেই। রোনালদোর খেলার সম্ভাবনা আছে, এমন ম্যাচের টিকেটের মূল্য অনেক বেড়ে গেছে। ৩ লাখ টাকায়ও বিক্রি হচ্ছে টিকেট।
সময়টা দারুণ যাচ্ছে রোনালদোর। এককালীন ১ কোটি ৫০ লাখ ইউরো ও শর্ত সাপেক্ষে আরও ৮০ লাখ ইউরোতে জুভেন্টাস থেকে দুই বছরের চুক্তিতে প্রিয় ক্লাব ম্যান ইউতে ফিরেছেন পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী। আপন ঠিকানায় ফেরার কদিন পরই বিশ্ব রেকর্ড গড়েছেন পর্তুগিজ অধিনায়ক। দেশের জার্সিতে ১১১তম গোল করে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন তিনি।
বিশ্বকাপ বাছাইয়ে আয়াল্যান্ডের বিপক্ষে ম্যাচেই আবার এক কাণ্ড ঘটিয়ে জাতীয় দলে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন রোনালদো। গোলের পর জার্সি খুলে ফেলায় তাকে এই শাস্তি দেওয়া হয়। এটা অবশ্য ম্যান ইউর জন্য ভালোই হচ্ছে। আগামী ১১ সেপ্টেম্বর নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে তারা। এই ম্যাচ দিয়ে রেড ডেভিলদের হয়ে দ্বিতীয় পর্ব শুরু করতে পারেন রোনালদো।
ঘরের মাঠে এই ম্যাচ, এখানেই থাকবেন রোনালদো; এ কারণে ম্যাচটি নিয়ে আগ্রহের শেষ নেই ক্লাবটির সমর্থকদের। এ কারণেই টিকেটের মূল্য অনেক বেড়ে গেছে। যদিও ইতোমধ্যেই এই ম্যাচের সব টিকেট বিক্রি হয়ে গেছে। তবে বিক্রিত টিকেটই পাওয়া যাচ্ছে টিকেট বিক্রির ওয়েবসাইটে। কিন্তু দাম হাঁকা হচ্ছে কয়েক গুণ।
বয়সের ভিত্তিতে ম্যান ইউয়ের টিকেটের মূল্য ১০ থেকে ৪৩ পাউন্ডের মধ্যে থাকে। এক্সিকিউটিভ টিকিট বিক্রি হয় ৬০ পাউন্ডে। কিন্তু লাইভ ফুটবল টিকেটসে ১১ তারিখের ম্যাচের টিকেট ২৫০ থেকে ৫৯৯ পাউন্ডে বিক্রি হচ্ছে! আমেরিকান প্রতিষ্ঠান স্টাবহাব আরও বেশি দাম হাঁকাচ্ছে। এখানে সবচেয়ে কম দামি টিকিটের মূল্যই ২ হাজার ৫১৪ পাউন্ড (২ লাখ ৯৫ হাজার টাকা)।