শরিফুলের আবদারে নতুন উদযাপন, পেছনের গল্প শোনালেন তাসকিন
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2021/09/15/taskin-shoriful.jpg)
২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, প্রতিপক্ষ ভারত। অজিঙ্কা রাহানেকে ফিরিয়ে তাসকিন আহমেদের ভোঁ দৌড়। সামনে পড়লেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। হঠাৎই নতুন উদযাপন; দুজন শূন্যে লাফিয়ে উঠে বুকে বুক মিলিয়ে করলেন আনন্দ ভাগাভাগি। এই উদযাপনের নাম হয়ে গেল 'ম্যাশকিন'।
বেশ কয়েক বছর পেরিয়ে গেলেও মাশরাফি-তাসকিনের সেই উদযাপন ভোলেননি ক্রিকেট ভক্তরা। কয়েক বছর পরে এসে মিরপুরে দেখা গেছে একইরকম উদযাপন। এবারও এই উদযাপনের অংশ তাসকিন। তবে মাশরাফির সঙ্গে নয়, তরুণ পেসার শরিফুল ইসলামের সঙ্গে।
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে প্রথম চার ম্যাচে সুযোগ পাননি এই দুই পেসার। শেষ ম্যাচে কয়েকজনকে বিশ্রাম দিয়ে একাদশে জায়গা দেওয়া হয় তাসকিন ও শরিফুলকে। এই ম্যাচে উইকেট নেওয়ার পর তাসকিনের সঙ্গে বুকে বুক মিলিয়ে উদযাপন করেন শরিফুল। অনেকে এটাকে 'তাসফুল' উদযাপন বলছেন, কেউ বলছেন 'শরিকিন'।
কেন এই উদযাপন, মঙ্গলবার মিরপুরে অনুশীলন করতে এসে তা জানালেন তাসকিন। ডানহাতি এই পেসার জানান, অনুজ শরিফুলের চাওয়ার কারণেই এই উদযাপন। টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন উদযাপনের পরিকল্পনা জানানোর পর শরিফুলের আবদারে সায় দেন তিনি।
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/infograph/public/images/2021/09/15/mashkin-20210915200719.jpg)
তাসকিন বলেন, 'শরিফুল আমাকে বারবার বলছিল, "ভাই একটা সেলিব্রেশন করা দরকার, বিশ্বকাপে আমরা দুজনেই আছি।" আমি বললাম, দেখ ওভাবে তো কখনও সেলিব্রেশন করা হয়নি। একবারই করা হয়েছে মাশরাফি ভাইয়ের সাথে। করলে ওটাই করতে পারিস। ও বলল- ঠিক আছে।'
অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে কয়েকটি ম্যাচ খেলে দেশে ফিরে আসতে হয় তাসকিনকে। ইনজুরির কারণে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে খেলা হয়নি। এবার আর তেমন কিছু নেই। বাধা পেরিয়ে দলে ফেরা ডানহাতি এই পেসার আছেন বেশ ভালো ছন্দে। বিশ্বকাপ স্কোয়াডে ডাক পেয়ে তাই উচ্ছ্বাসের শেষ নেই তার।
তাসকিন বলেন, 'আমি অনেক খুশি যে বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পেয়েছি এবার। আমি খুব রোমাঞ্চিত যে খেলতে পারব। প্রস্তুতি অনুযায়ী ওটিস গিবসন ও টিম ম্যানেজমেন্টের সাথে কাজ করা হচ্ছে। প্রস্তুতির জন্য ওখানে গিয়েও আমরা বেশ কিছু সময় পাব। আমার বিশ্বাস আমরা ভালো কিছু করতে পারব, করা সম্ভব আমাদের দলের পক্ষে।'