শেষ ম্যাচের আগে ফিরে যাচ্ছেন মালিক
প্রথম দুই টি-টোয়েন্টি দিয়ে সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান। তৃতীয় ম্যাচে তাদের লক্ষ্য বাংলাদেশকে হোয়াইটওয়াশ করা। আজ দুপুর ২টায় মিরপুরে শুরু হবে ম্যাচটি। এই ম্যাচে খেলা হচ্ছে না শোয়েব মালিকের। পারিবারিক কারণে দুবাই ফিরে যাচ্ছেন পাকিস্তানের অভিজ্ঞ এই অলরাউন্ডার।
সোমবার এক বিবৃতি দিয়ে বিষয়টি জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিবৃতিতে জানানো হয়, একমাত্র সন্তান ইজহানের অসুস্থতার কারণে ঢাকা ছেড়ে যাচ্ছেন মালিক।
এখান থেকে দুবাইয়ে যাবেন তিনি। টেনিস তারকা স্ত্রী সানিয়া মির্জা ও তিন বছর বয়সী ছেলেকে নিয়ে দুবাইয়ে থাকেন মালিক।
এবারের বাংলাদেশ সফরে বলার মতো সাফল্য মেলেনি মালিকের। সিরিজের প্রথম ম্যাচে শূন্য রানে আউট হন মালিক। পরের ম্যাচে ব্যাটিং পাননি, এর আগেই দল জিতে যায়। এই ম্যাচে ২ ওভার বোলিং করে ১৬ রান দিয়ে উইকেটশূন্য থাকেন তিনি।
টি-টোয়েন্টি সিরিজ শেষে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। তবে টেস্ট খেলবেন না মালিক। ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাটকে বেশ আগেই বিদায় বলেছেন তিনি।