মালিক-মিরাজে বরিশালের রোমাঞ্চকর জয়, থামলো খুলনার জয়রথ
প্রতিপক্ষকে হতাশায় ডুবিয়ে মিশন শুরু, এরপর জয়ের মালা বড় করে গেছে খুলনা টাইগার্স। এনামুল হক বিজয়ের দল হয়ে ওঠে দুর্বার, টানা চার জয়ে নিজেদের অপ্রতিরোধ্য করে তোলে তারা। অবশেষে তাদের জয়রথে লাগাম টানলো তামিম ইকবালের দল ফরচুন বরিশাল। শোয়েব মালিক ও মেহেদী হাসান মিরাজের ব্যাটিং ঝড়ে খুলনার বিপক্ষে রোমাঞ্চকর এক জয় তুলে নিলো বরিশাল।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খুলনাকে ৫ উইকেটে হারিয়েছে বরিশাল। এই ম্যাচের আগে এবারের বিপিএলে খুলনা ছিল একমাত্র দল, যাদের হারের স্বাদ নিতে হয়নি। পাঁচ ম্যাচে চার জয়ে আট পয়েন্ট নিয়ে এখনও তালিকার শীর্ষে খুলনা। ছয় ম্যাচের তিনটিতে জেতা বরিশাল আছে পাঁচ নম্বরে।
টস হেরে আগে ব্যাটিং করতে নামে খুলনা। শুরুতে পারভেজ হোসেন ইমনের লড়াইয়ের পর মোহাম্মদ নওয়াজ ও ফাহিম আশরাফের শেষের ঝড়ে লড়াইয়ের পুঁজি পায় তারা। ৮ উইকেটে ১৫৫ রান তোলে দলটি। জবাবে সহজ পথ কঠিন করে ফেলা বরিশাল শেষ দিকে ম্যাচসেরা মালিক ও মিরাজের তাণ্ডবে ২ বল হাতে রেখে জেতে। হারতে বসা ম্যাচে শেষ ওভারে প্রয়োজনীয় ১৮ রান তুলে দলকে জেতান মালিক-মিরাজ।
মাঝারি লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো ছিল না বরিশালের। তেড়েফুঁরে খেলতে গিয়ে নিজের উইকেট বিলিয়ে আসেন দলটির পাকিস্তানি ওপেনার আহমেদ শেহজাদ। ৩ বলে একই ধরনের শেট খেলার শেষ করা শেহজাদ রানের খাতা খুলতে পারেননি। দ্বিতীয় উইকেটে সৌম্য সরকারের সঙ্গে ২৭ রানের জুটি গড়ে প্রাথমকি ধাক্কা সামাল দেন অধিনায়ক তামিম।
দলীয় ৩৪ রানে ছক্কা মারতে গিয়ে আউট হন তামিম, এর আগে ১৮ বলে ২টি চার ও একটি ছক্কায় ২০ রান করেন তিনি। তৃতীয় উইকেটে জুটি গড়া সৌম্য ও মুশফিকুর রহিম যোগ করেন ২৬ রান। ২৩ বলে ৪টি চার ও একটি ছক্কায় ২৬ রান করা সৌম্যর বিদায়ে ভাঙে এই জুটি।
এরপর মালিকের সঙ্গে ৩০ রানের জুটি গড়েন মুশফিক। দলকে ৯০ রানে পৌঁছে দিয়ে ফেরার আগে ২৫ বলে ২৭ রান করেন অভিজ্ঞ এই ওপেনার। ১৬তম ওভারে মাহমুদউল্লাহ বিদায় নিলে বিপদ বাড়ে বরিশালের। তবে মারকুটে মেজাজে দলকে জয়ের পথেই রাখেন ম্যাচসেরা মালিক ও মিরাজ। জয়ের জন্য শেষ ওভারে ১৮ রান দরকার পড়ে বরিশালের।
দাসুন শানাকার করা শেষ ওভারের প্রথম বলে ছক্কা মারা মিরাজ পরের বলে এক রান নেন। মালিক তৃতীয় বলে চার ও চতুর্থ বলে ছক্কা মারেন। পরের ডেলিভারিটি ওয়াইড হওয়ায় জয় নিশ্চিত হয়ে যায় বরিশালের। মালিক ২৫ বলে একটি চার ও ৩টি ছক্কায় ৪১ ও মিরাজ ১৫ বলে একটি চার ও ৩টি ছক্কায় ৩১ রানে অপরাজিত থাকেন। খুলনার ফাহিম আশরাপ ৩টি এবং নাসুম আহমেদ ও নাহিদুল ইসলাম একটি করে উইকেট পান।
এর আগে ব্যাটিং করা খুলনার পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন নওয়াজ। পাকিস্তানি এই অলরাউন্ডার ২৩ বলে ৪টি ছক্কায় অপরাজিত ৩৮ রান করেন। তাণ্ডব চালানো ফাহিম ১৩ বলে ৫টি চার ও একটি ছক্কায় ৩২ রান করেন। এ ছাড়া ইমন ২৪ বলে ৩৩, অধিনায়ক বিজয় ১২ ও মাহমুদুল হাসান জয় ১৩ রান করেন। মালিক ও তাইজুল ২টি করে করে উইকেট নেন। একটি করে উইকেট পান মিরাজ ও মোহাম্মদ ইমরান।