মুমিনুল-মুশফিকের বিদায়, জয় দেখছে শ্রীলঙ্কা
৪৩৭ রানের মতো লক্ষ্য পাড়ি দেওয়া নিশ্চয়ই উদ্দেশ্য ছিল না বাংলাদেশের। দেড় দিন ব্যাটিং করে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি ড্র করার সুযোগ ছিল মুমিনুল হকের দলের। কিন্তু দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যাটিংয়ের ধরন দেখে মনে হয়েছে, জয় একটু দূরেই। ঝুঁকি নিয়ে হলেও দ্রুত রান তুলতে পারলেই মিলবে জয়ের দেখা।
এমন ব্যাটিংয়ে স্বভাবতই বেশি পথ পাড়ি দেওয়া হয়নি বাংলাদেশের। ১৭১ রানের মধ্যেই ফিরে গেছেন বাংলাদেশের ৫ ব্যাটসম্যান। মুমিনুল হক ও মুশফিকুর রহিম হাল ধরলেও দলকে বেশি পথ এগিয়ে দিতে পারেননি। মুমিনুল ৩২ ও মুশফিক ৪০ রান করেন।
দ্বিতীয় ইনিংসে ৪৪ ওভার শেষে ৫ উইকেটে ১৭৪ রান তুলেছে বাংলাদেশ। লিটন কুমার দাস ১৩ ও মেহেদী হাসান মিরাজ ২ রানে ব্যাটিং করছেন। চতুর্থ দিনের এখনও ১৬ ওভারের বাকি। এ ছাড়াও বাকি পঞ্চম দিন। বাকি ৫ উইকেটে যে এতোটা পথ পাড়ি দেওয়া প্রায় অসম্ভব, সেটা বাংলাদেশ দলের সবারই জানা। শ্রীলঙ্কা শিবিরে তাই জয়ের সুবাস ভিড়তে শুরু করেছে।
তিন উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ
৪৩৭ রানের বিশাল লক্ষ্য, যা পাড়ি দেওয়া যেকোনো দলের জন্যই প্রায় অসম্ভব। টেস্ট ক্রিকেটে এখনও এতো রান তাড়া করে জেতেনি কোনো দল। এমন লক্ষ্য পাড়ি দিতে নেমেই কিনা ১০৪ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বসেছে বাংলাদেশ। তামিম ইকবাল ও সাইফ হাসানের পর ফিরে গেছেন নাজমুল হোসেন শান্তও।
অভিষেকেই বল হাতে স্পিন ভেল্কি দেখানো প্রাভিন জয়াবিক্রমার দারুণ ডেলভারিটি বুজতেই পারেননি শান্ত। অফ স্টাম্পেরও বাইরে পড়া বলটি বিশাল বাঁক খেয়ে শান্তর ব্যাট ও প্যাডের মাঝ দিয়ে গিয়ে লেগ স্টাম্পে আঘাত করে। ২৬ রান করে বিদায় নেন বাঁহাতি এই ব্যাটসম্যান।
৩০ ওভার শেষে ৩ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১৩১ রান। অধিনায়ক মুমিনুল হক ৩০ ও মুশফিকর রহিম ১৪ রানে ব্যাটিং করছেন।
শ্রীলঙ্কা সফরে ব্যর্থই থেকে গেলেন সাইফ
প্রথম টেস্টের দুই ইনিংস মিলিয়ে করেন ১ রান। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে থিতু হয়েও বড় ইনিংস খেলতে পারেননি সাইফ হাসান, ২৫ রান করেই বিদায় নেন। দ্বিতীয় ইনিংসেও তাই হলো। পুরো শ্রীলঙ্কা সফরে ব্যাট হাতে ব্যর্থই থেকে গেলেন বাংলাদেশের তরুণ ডানহাতি এই ব্যাটসম্যান। এই সফরে চার ইনিংসে ৬০ রান করেছেন সাইফ।
বাংলাদেশকে ৪৩৭ রানের বিশাল লক্ষ্য দিয়েছে শ্রীলঙ্কা। লঙ্কা সফরে আগের তিন ইনিংসে দারুণ ব্যাটিং করা তামিম ইকবাল এদিন ২৪ রান করেই থামেন। ভালো কিছু করার ইঙ্গিত মিলেছিল সাইফের ব্যাটিংয়ে। কিন্তু তিনি পারেননি, ৩৪ রান করে ফিরে গেছেন তিনি।
বিশাল লক্ষ্য হলেও তা নিয়ে খুব বেশি না ভেবে দ্রুত রান তুলে যাচ্ছে বাংলাদেশ। ২১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৯৫ রান। অধিনায়ক মুমিনুল হক ১৮ ও নাজমুল হোসেন শান্ত ১৯ রানে ব্যাটিং করছেন।
সবচেয়ে দরকারি সময়েই পারলেন না তামিম
শ্রীলঙ্কা সফরে ব্যাট হাতে উইকেটে গেলেই রানের দেখা পেয়েছেন তামিম ইকবাল। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৯০ রান করেন বাংলাদেশ ওপেনার। দ্বিতীয় ইনিংস থাকেন ৭৪ রানে অপরাজিত। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও তামিমের ব্যাটে রানের ফোয়ারা ছিল, খেলেন ৯২ রানের ইনিংস। কিন্তু দলের সবচেয়ে দরকারি সময়েই ব্যাট হাতে বড় ইনিংস খেলতে পারলেন না অভিজ্ঞ এই ব্যাটসম্যান।
শ্রীলঙ্কার দেওয়া ৪৩৭ রানের বিশাল লক্ষ্যে ব্যাটিং করতে নেমে দলকে বিপদে ফেলে ফিরে গেলেন তামিম ইকবাল। এদিন ২৪ রান করেই থামেন তিনি। তার বিদায়ে উইকেটে গেছেন নাজমুল হোসেন শান্ত। ১০ ওভার শেষে ১ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৪৪ রান। লঙ্কা সফরে আগের তিন ইনিংসেই ব্যর্থ হওয়া সাইফ হাসান ১৫ রানে ব্যাটিং করছেন। শান্ত ব্যাটিং করছেন ৫ রানে।