তামিমের ‘টিপস’ নিয়ে মিরপুরে সফল মহারাজ
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেট নিয়ে রহস্যের শেষ নেই। প্রতিপক্ষরা তো এই মাঠের উইকেট বোঝেই না, কখনও কখনও বাংলাদেশও পড়ে যায় দ্বিধায়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট শুরুর আগে উইকেট নিয়ে করা এক প্রশ্নের উত্তরে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তও রহস্যের কথা বলেছিলেন।
এমন উইকেট সম্পর্কে আগে থেকে জানার সুযোগ থাকলে যে কেউ তা লুফে নেবেন। এই কাজটিই করেছেন দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার কেশব মহারাজ। গত ১৬ অক্টোবর বাংলাদেশে এসেই তামিম ইকবালকে ম্যাসেজ পাঠান তিনি, জানতে চান উইকেট ও কন্ডিশন নিয়ে। সাড়া দেন বাংলাদেশের অভিজ্ঞ ওপেনার, তাকে জানান উইকেট সম্পর্কে।
তামিমের দেওয়া পরামর্শ কাজে লেগেছে মহারাজের। যা তিনি তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে জানালেন। বাংলাদেশের প্রথম ইনিংসে ৩টি উইকেট নেন মহারাজ। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটসম্যানদের বেগ দিয়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকার হয়ে ৫২ টেস্ট খেলা ৩৪ বছর বয়সী এই স্পিনার এখন পর্যন্ত শিকার করেছেন ৩ উইকেট।
আন্তর্জাতিক ক্রিকেট খেলায় এমনিতেই নিজেদের মধ্যে পরিচয় ছিল তামিম-মহারাজের। পরিচয় পেরিয়ে এটা সম্পর্কে গড়ায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরে। তামিমের নেতৃত্বে ফরচুন বরিশালের হয়ে ৩টি ম্যাচ খেলেন মহারাজ। স্বাভাবিকভাবেই সতীর্থ হিসেবে হৃদ্যতা তৈরি হয় তাদের মধ্যে। সেই জায়গা থেকেই তামিমের কাছ থেকে পরামর্শ চেয়েছিলেন মহারাজ।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে মহারাজ বলেন, 'আমি তামিম ভাইকে একটি ম্যাসেজ পাঠিয়েছিলাম। বিপিএলে এক দলে খেলার সূত্র ধরে তার সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে। কন্ডিশন ও এখানে খেলার উপায় সম্পর্কে জানতে আমি তার কাছে কিছু পরামর্শ চেয়েছিলাম। উইকেট সম্পর্কে তিনি আমাকে কিছু কথা বলেছিলেন। আর হ্যাঁ, এটা মিথ্যা ছিল না। তিনি ঠিকঠাক উইকেট পড়ছেন।'