সাকিবের কলকাতার বিপক্ষে হেরে মুস্তাফিজদের বিদায়
এবারের আইপিএলে সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানদের মধ্যকার প্রথম লড়াইটা একেবারেই জমলো না। একপেশে ম্যাচে দাপুটে জয় তুলে নিলো কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচে মুস্তাফিজের দল রাজস্থান রয়্যালস ব্যাটে-বলে সামান্যতম লড়াইও করতে পারেনি।
বৃহস্পতিবার শারজাহতে অনুষ্ঠিত ম্যাচে রাজস্থানকে ৮৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে কলকাতা। এই জয়ে প্লে-অপে ওঠার সম্ভাবনা ভালোভাবেই টিকে থাকলো সাকিবদের। তবে বিদায় নিশ্চিত হয়ে গেল মুস্তাফিজদের। কলকাতার জয়ে বিদায় নিশ্চিত হয়ে গেছে পাঞ্জাব কিংসেরও।
১৪ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে তালিকার চার নম্বরে আছে কলকাতা। দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্লে-অফ নিশ্চিত হয়েছে আগেই। রেসে টিকে আছে কলকাতা ও পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স।
এরপরও কলকাতার প্লে-অফ খেলার সম্ভাবনাই বেশি। নিজেদের শেষ ম্যাচে জিতলে কলকাতার সমান ১৪ পয়েন্ট হবে মুম্বাইয়ের। কিন্তু এই জয়-ই তাদেরকে প্লে-অফে তুলবে না। সমান পয়েন্ট হওয়ায় হিসাব করা হবে নেট রান রেটের। যেখানে অনেক এগিয়ে আছে কলকাতা।
রাজস্থানের বিপক্ষে টস হেরে আগে ব্যাটিং করতে নামে কলকাতা। ওপেনার শুভমান গিলের ৫৬, ভেঙ্কটেশ আইয়ারের ৩৮, রাহুল ত্রিপাঠির ২১ রানের সুবাদে ৪ উইকেটে ১৭১ রান তোলে কলকাতা।
জবাবে ম্যাচসেরা শিভাম মাভি ও লকি ফার্গুসনের দারুণ বোলিংয়ে ১৬.১ ওভারে ৮৫ রানেই অলআউট হয়ে যায় রাজস্থান। শিভাম দুবে ১৮ ও রাহুল তেওয়াটিয়া ৪৪ রান করেন। বাকি কেউ দুই অঙ্কের রান করতে পারেননি।
এই ম্যাচে আলো ছড়ানো হয়নি মুস্তাফিজের। আগের দুই ম্যাচেও অনুজ্জ্বল থাকা বাংলাদেশের বাঁহাতি এই পেসার ৪ ওভারে ৩১ রান খরচা করে উইকেটশূন্য থাকেন। সাকিব অবশ্য দারুণ শুরু করেন। কলকাতার হয়ে ইনিংসের প্রথম ওভারটি করেন তিনি। বাঁহাতি এই স্পিনার মাত্র ১ রান খরচায় যশস্বি জয়সওয়ালকে আউট করেন। কিন্তু এরপর তাকে আর বোলিংয়ে টানেননি কলকাতার অধিনায়ক ইয়ন মরগান।