সাকিবের শূন্যের রেকর্ড
বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার তিনি। বাংলাদেশ দলে তিনি প্রাণ ভোমরা। দীর্ঘ ক্যারিয়ারে বহু রেকর্ড পায়ে লুটিয়েছে তার। সেই সাকিব আল হাসানই এবার অস্বস্তির এক রেকর্ডের মালিক হয়ে গেলেন। টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশিবার শূ্ন্য রানে আউট হয়েছেন সাকিব।
ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে বৃহস্পতিবার লেজেন্ডস অব রূপগঞ্জের মুখোমুখি হয়েছিল সাকিবের দল মোহামেডান স্পোর্টিং ক্লাব। ব্যর্থতার বৃত্তে বন্দী হয়ে থাকা অভিজ্ঞ এই ক্রিকেটার এই ম্যাচেও রানের দেখা পাননি। ৬ বল খেললেও রানের খাতা খোলা হয়নি তার। এই শূন্যে অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডে উঠে গেছে সাকিবের নাম।
স্বীকৃত টি-টোয়েন্টিতে ২০তম বারের মতো শূন্য রানে আউট হলেন সাকিব। যা বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ। অস্বস্তির এই রেকর্ডে এতোদিন শীর্ষে ছিলেন ইমরুল কায়েস। বাংলাদেশের বাঁহাতি এই ব্যাটসম্যান ১৯ বার শূন্য রানে আউট হয়েছেন।
বিশ্ব ক্রিকেটে অবশ্য সাকিবের আগে অনেক ব্যাটসম্যান আছে। টি-টোয়েন্টিতে সর্বাধিক শূন্য রানে আউট হওয়ার তালিকায় বাংলাদেশ অলরাউন্ডার আছেন ২৫ নম্বরে। বিশ্বের ২৪জন ব্যাটসম্যান সাকিবের চেয়ে বেশিবার শূন্যতে আউট হয়েছেন। এই তালিকায় সবার উপরে ক্রিস গেইল। ক্যারিবীয় এই ব্যাটিং দানব সর্বোচ্চ ২৯ বার শূন্য রানে আউট হয়েছেন।
নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরার পর থেকে নিজের ছায়া হয়ে আছেন সাকিব। নিষেধাজ্ঞার পর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি, আইপিএল ও প্রিমিয়ার লিগ মিলিয়ে ১৮টি টি-টোয়েন্টি খেলেছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। ১২.২৭ গড়ে তার রান ২২১। এর মধ্যে সর্বোচ্চ রান ২৯, সেটা এই প্রিমিয়ার লিগেই। এই আসরে ৬ ম্যাচে ১২.১৭ গড়ে সাকিবের রান ৭৩।
বল হাতেও খুব একটা ভালো সময় যাচ্ছে না সাকিবের। মোহামেডানের টানা তৃতীয় হারের দিনে ৩.১ ওভারে ১৭ রান খরচায় উইকেটশূন্য থেকে গেছেন বাঁহাতি এই স্পিনার। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসরে ৬ ম্যাচে ৬.২৩ ইকোনমিতে ৮ উইকেট নিয়েছেন সাকিব, সেরা বোলিং ২/১২।