সাকিবের ‘পরীক্ষা’ শেষ হয়নি
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর্বটা ঝলমলেই হচ্ছিল সাকিব আল হাসানের। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে অনুজ্জ্বল থাকার স্মৃতি মুছে দিয়ে ব্যাটে-বলে আলো ছড়িয়ে যাচ্ছিলেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাধে বিপত্তি। কুঁচকিতে টান পড়ায় কয়েকদিন অনুশীলন করা হয়নি তার। ৭২ ঘণ্টা পর্যবেক্ষণের পর অনুশীলনে ফিরলেও পুরো ফিট হয়ে উঠতে পারেননি সাকিব।
আরও একটি দিন অনুশীলনে পরীক্ষা দিতে হবে তাকে। এরপর মিলবে ৩ ফেব্রুয়ারি থেকে ক্যারিবীয়দের বিপক্ষে শুরু হতে যাওয়া টেস্টে খেলার সার্টিফিকেট। নিজেকে ফিট করে তোলার জন্য একটি দিন পাচ্ছেন সাকিব। ২ ফেব্রুয়ারির অনুশীলনে ম্যাচ ফিটনেস পরীক্ষায় পাস করলে তাকে দেখা যাবে চট্টগ্রাম টেস্টের একাদশে। এমনই জানিয়েছেন জাতীয় দলে প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।
প্রথম টেস্টকে সামনে রেখে গত ২৬ জানুয়ারি থেকে অনুশীলন করে আসছে বাংলাদেশ। অনুশীলন শুরুর প্রথম তিনদিন ছিলেন না সাকিব। বিসিবির চিকিৎসকদের সুবজ সঙ্কেত পেয়ে ৩০ জানুয়ারি অনুশীলনে ফেরেন বাঁহাতি এই অলরাউন্ডার। সেদিন খুব একটা স্বস্তিতে ব্যাটিং করতে দেখা যায়নি তাকে। যে কারণে পরের দিন বাকি সবাই বিশ্রামে থাকলেও সাকিব চালিয়ে গেছেন অনুশীলন।
১ ফেব্রুয়ারির অনুশীলনেও সাকিবের দিকে সতর্ক দৃষ্টি ছিল ফিজিও জুলিয়ান ক্যালেফাতোসহ বাকি কোচদের। এই অনুশীলন শেষে ডমিঙ্গো জানালেন সাকিবের সর্বশেষ অবস্থা। বাংলাদেশ কোচ বলেন, 'অবশ্যই সাকিব আমাদের জন্য একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সে আমাদের ব্যাটিং এবং বোলিংকে শক্তিশালী করে। তৃতীয় ওয়ানডেতে কুঁচকির চোটে পড়ায় তার জন্য প্রস্তুতি নেওয়া সহজ হয়নি।'
'সে তার পুনর্বাসনের মধ্য দিয়ে গিয়েছে কিন্তু সে এখনও শতভাগ ফিট নয়। তার হাতে এখনও একদিন আছে। আমরা বেশ আত্মবিশ্বাসী সে প্রথম টেস্টের জন্য প্রস্তুত থাকবে। সে অত্যন্ত পরিশ্রম করেছে তার পুনর্বাসনে। সে নেটে বোলিং করেছে, ব্যাটিং করেছে। খুব বেশি অস্বস্তিবোধ করেনি। তাই আমরা আত্মবিশ্বাসী যে সে প্রথম টেস্টে খেলবে।' যোগ করেন দক্ষিণ আফ্রিকান এই কোচ।
ডমিঙ্গোর দেওয়া তথ্য অনুযায়ী সাকিবকে নিয়ে শঙ্কা এখনও কাটেনি। তাই প্রথম টেস্টে সাকিব খেলছেন, এমনটি বলারও সুযোগ নেই। ম্যাচের আগেরদিনের অনুশীলনে সাকিবের ম্যাচ ফিটনেস দেখে তার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন কোচ ও টিম ম্যানেজমেন্ট। শেষ পর্যন্ত সাকিব শতভাগ ফিট না হয়ে উঠলে সেটা যে বাংলাদেশের জন্য বড় ধাক্কা হতে যাচ্ছে, সেটা বলাই বাহুল্য।