সাকিব-তাসকিনের সঙ্গে একই দলে মুশফিক-মাহমুদউল্লাহ-সৌম্য
অনেক আগেই সেরা সময় হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের। ক্রীড়াঙ্গনে আগের সেই প্রতাপ আর নেই ঐতিহ্যবাহী এই ক্লাবটির। গত কয়েক বছরে মোহামেডানের পারফরম্যান্স দেখে বোঝার উপায় নেই, এই ক্লাবটিই এক সময় বিভিন্ন খেলায় শাসন করতো।
ক্রিকেটে গত ১০ বছরে ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা জিততে পারেনি মোহামেডান। গত মে মাসে দায়িত্ব নিয়ে ক্লাবের হারানো গৌরব ফেরানোর ঘোষণা দিয়েছিল নতুন পরিচালনা পর্ষদ। ক্রিকেটে সেই পথেই হাঁটছে মোহেমেডান, এবারের মৌসুমে তারার হাঁট বসাচ্ছে ক্লাবটি।
ঢাকা প্রিমিয়ার লিগের গত মৌসুমের দল থেকে সাকিব আল হাসান ও তাসকিন আহমেদকে ধরে রাখার পাশাপাশি এবারের মৌসুমের জন্য মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও সৌম্য সরকারকে দলে ভিড়িয়েছে মোহামেডান। ক্লাবটির ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ও পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদের বাসায় রোববার রাতে চুক্তিতে সই করেন চার জন ক্রিকেটার।
কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলতে রোববার রাতে সংযুক্ত আরব আমিরাতে গেছেন সাকিব। সময়-সুযোগ মতো তিনি চুক্তিতে সই করবেন বলে নিশ্চিত করেছেন মোহামেডানের কর্মকর্তা এজিএম সাব্বির। এ ছাড়া দুই স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও শুভাগত হোমও চুক্তি করেছেন বলে নিশ্চিত করেন মোহামেডানের এই পরিচালক।
প্রিমিয়ার লিগের গত মৌসুমে আবাহনীর হয়ে খেলা মুশফিক এবার মোহামেডানে নাম লিখিয়ে উচ্ছ্বসিত। মোহামেডানের সোনালি সময় ফিরিয়ে আনতে অবদান রাখতে চান তিনি। অভিজ্ঞ এই ক্রিকেটার বলেছেন, 'মোহামেডান অবশ্যই শীর্ষ দলগুলির একটি। শেষ কয়েক বছরে তারা সাফল্য পায়নি। এ জন্যই এবার পরিকল্পনা করেছে ভালো ক্রিকেটারদের নিতে। আমি সৌভাগ্যবান ও সম্মানিত বোধ করছি। অবশ্যই চেষ্টা থাকবে শিরোপার জন্য লড়াই করার।'
মুশফিক আরও বলেন, 'মোহামেডানের জৌলুস একমাত্র খেলোয়াড়রাই ফিরিয়ে আনতে পারে। যদি ভালো ফল করতে পারি, তাহলে সমর্থকরা আবার ক্লাবের পাশে থাকবে। আশা করি, এবার এক নম্বরে থেকে শেষ করতে পারব। যদিও ভাগ্যের সহায়তা লাগে, তবে চ্যাম্পিয়ন হওয়ার জন্য যে ধরনের দল গড়া হয়েছে, দল হিসেবে পারফর্ম করতে পারলে অবশ্যই শিরোপা আমাদের হবে।'
বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের কণ্ঠেও মোহামেডানের সুদিন ফেরানোর প্রত্যয়, 'অবশ্যই চ্যাম্পিয়নশিপের জন্য আমরা খেলব। আমি আছি, মুশফিক, তাসকিন, সৌম্য আছে, সাকিব জয়েন করবে। আরও অনেক ভালো ক্রিকেটার নিয়ে এবার দল গঠন করেছে মোহামেডান। আশা করি, ভালো ক্রিকেট খেললে চ্যাম্পিয়ন হওয়ার আশা রাখতে পারি।'
ক্লাবটির ঐতিহ্যের কথা মনে করিয়ে মাহমুদউল্লাহ আরও বলেন, 'মোহামেডান সব সময়ই ঘরোয়া ক্রিকেটে অনেক বড় নাম। আগে একবারই এই ক্লাবে খেলার সৌভাগ্য হয়েছিল। এবার দ্বিতীয় বছর হবে। অনেক ভালো ক্রিকেট খেলে আমরা যেন মোহামেডানের সমর্থকদের চ্যাম্পিয়নশিপের স্বাদ দিতে পারি, এটাই থাকবে লক্ষ্য '
ঢাকা প্রিমিয়ার লিগের সর্বশেষ আসর শেষ হয়েছে গত ২৬ জুন। সামনের আসরের সম্ভাব্য সময় ধরা হয়েছে আগামী মার্চ। যদিও জাতীয় দলের ব্যস্ত সূচি থাকার কারণে তারকা ক্রিকেটাররা লিগে খেলতে পারবেন কিনা, তা নিয়ে সংশয় আছে। এরপরও তারকা ক্রিকেটারদের দলে ভিড়িয়ে প্রস্তুত থাকতে চায় মোহামেডান।