ওয়ানডে সিরিজেও নেই শান্ত-মুশফিক, নতুন মুখ ইমন
ডিসেম্বরের কুয়াশায় মোড়ানো সেন্ট কিটসের সবুজ মাঠে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ দলের ওয়ানডে মিশন। এই সিরিজের আগে বাংলাদেশ দলকে নিতে হয়েছে কঠিন কিছু সিদ্ধান্ত। চোটের কারণে একাধিক খেলোয়াড় ছিটকে পড়ায় দলে এসেছে নতুন মুখ।
নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন টেস্ট সিরিজ খেলতে পারেননি। চোট কাটিয়ে ওঠার অপেক্ষায় অপেক্ষায় থাকা বাঁহাতি এই ব্যাটসম্যানকে ওয়ানডে সিরিজেও মাঠের বাইরে থাকতে হচ্ছে। শান্তর অনুপস্থিতিতে দলের ভার থাকছে মেহেদী হাসান মিরাজের ওপরই।
ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য সোমবার বিসিবির ঘোষণা করা ১৫ সদস্যের দলে নেই মুশফিকুর রহিমও। চোট আছে তার, এ ছাড়া ওমরাহ করতে সৌদি আরব গেছেন তিনি। পারিবারিক কারণে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ থেকে ছৃুটি নিয়েছেন বাঁহাতি মুস্তাফিজুর রহমান। পরিস্থিতি বিবেচনায় দলে নেওয়া হয়নি সাকিব আল হাসানকে।
চোটের কারণে দলে নেই মিডল অর্ডারে নির্ভরতার প্রতীক হয়ে ওঠা তাওহিদ হৃদয়। কুঁচকির চোটের কারণে তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছে বিসিবির মেডিকেল বিভাগ। বিসিবির চিকিৎসক মনজুর হোসেন চৌধুরী বলেছেন, 'হৃদয়ের ডান কুঁচকিতে ব্যথা আছে। পরীক্ষায় দেখা যায়, তার সমস্যা আছে। তাকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে এবং দুই সপ্তাহ পর তার খেলার অবস্থা পুনর্মূল্যায়ন করা হবে।'
এক বছর পর ওয়ানডে দলে ফিরেছেন আফিফ হোসেন ধ্রুব, সর্বশেষ গত বছরের ডিসেম্বরে এই ফরম্যাটে খেলেছেন তিনি। নদুন মুখ হিসেবে ডাক পেয়েছেন পারভেজ হোসেন ইমন। আগের সিরিজে থাকা জাকির হাসানকে বাদ দেওয়া হয়েছে। অভিষেকের পর থেকেই আলোচনায় থাকা পেসার নাহিদ রানা তার জায়গা ধরে রেখেছেন।
দলমান দ্বিতীয় টেস্ট শেষে ৮ ডিসেম্বর ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলবে বাংলাদেশ। পরের দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে ১০ ও ১২ ডিসেম্বর। এই ম্যাচ দুটিও হবে সেন্ট কিটসে।
ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন কুমার দাস (উইকেটরক্ষক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, আফিফ হোসেন ধ্রুব, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা।