সাম্প্রতিক ফর্ম নিয়ে প্রশ্ন তোলায় অ্যামব্রোসকে এক হাত নিলেন গেইল
কিংবদন্তি কার্টলি অ্যামব্রোস বলেছিলেন, সাম্প্রতিক ফর্ম বিবেচনায় এখন আর ওয়েস্ট ইন্ডিজের একাদশে ক্রিস গেইলের জায়গাটা পাকা না।
৪২ বছরে পা দিয়েছেন গেইল। আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, কোথাও তার সাম্প্রতিক ফর্ম তেমন সুবিধার না। কিন্তু তাই বলে কি এরকম 'অপমান' মাথা পেতে নিবেন তিনি?
স্বঘোষিত 'ইউনিভার্স বস' তেড়ে এসে ধুয়ে দিলেন অ্যামব্রোসকেই। জানালেন, এই উইন্ডিজ কিংবদন্তির প্রতি 'কোনো সম্মানবোধ নেই' তার।
সেন্ট কিটসের এক রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে গেইল বলেন, "আমি কার্টলি অ্যামব্রোসের কথা বলছি। আপনাদের একজন হওয়া সত্ত্বেও অ্যামব্রোসের কথা আলাদা করেই বলবো আমি। যখন প্রথম (ওয়েস্ট ইন্ডিজ) দলে সুযোগ পেয়েছিলাম, তখন তার প্রতি প্রচুর সম্মানবোধ ছিল আমার। দলে আসার পর এই লোককে অনুসরণ করতাম আমি।
"তবে এখন মন থেকে বলছি, অবসর নেওয়ার পর থেকেই কোনো এক অজানা কারণে সে ক্রিস গেইল বিরোধী। সংবাদমাধ্যমকে এসব নেতিবাচক কথা বলে সে মানুষের মনোযোগ কাড়তে চায় কি না জানি না। তবে মনোযোগটা ভালোভাবেই পাচ্ছে সে। সুতরাং আমিও তাকে সেই মনোযোগটুকুই দিচ্ছি, যেটা সে চায় এবং যেটা তার দরকার।
"তাকে জানিয়ে দেবেন যে কার্টলি অ্যামব্রোসের প্রতি কোনো সম্মানবোধ নেই ইউনিভার্স বস, ক্রিস গেইলের।"
গত সপ্তাহে অ্যামব্রোস গেইলের পড়তি ফর্মের পরিসংখ্যান তুলে ধরেছিলেন। ২০২১ সালে এখন পর্যন্ত ১৬টি টি-টোয়েন্টি খেলে মোট ২২৭ রান করেছেন গেইল। এ সময়ে একবার অর্ধশতক পেরোনো গেইলের গড় মাত্র ১৭.৪৬।
জৈব সুরক্ষা বলয়ের চাপ নিতে না পেরে আইপিএল থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ার আগে সংযুক্ত আরব আমিরাতে এই লিগের দুটি মাত্র ম্যাচ খেলেছেন তিনি, যাতে করেছেন মোট ১৫ রান।
অন্যান্য ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও তার সাম্প্রতিক ফর্ম এমনই। সর্বশেষ সিপিএলে ৯ ম্যাচে ১৮.৩৩ গড়ে ১৬৫ রান করেছেন এই বিগ হিটার।
অ্যামব্রোস বলেছিলেন, এখনো বিধ্বংসী হওয়ার সামর্থ্য থাকলেও গত ১৮ মাসে এমন কিছু করেননি গেইল যেটা বিশ্বকাপে তার একাদশের জায়গা পাকা করে দিবে।
সূত্র: ইএসপিএনক্রিকইনফো।