সুপার ওভারে দুর্দান্ত জয় ভারতের
২০ ওভারের খেলায় দু’দলই সংগ্রহ করেছে সমান সংখ্যক ১৭৯ রান। ফলে ম্যাচ গড়িয়েছে সুপার ওভারে। সেখানে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড ৬ বল থেকে সংগ্রহ করে ১৭ রান। জবাবে ব্যাটিংয়ে নেমে প্রথম চার বলে মাত্র ৮ রান করায় জয় থেকে অনেকটাই দূরে সরে যায় ভারত। কিন্তু স্ট্রাইকে ছিলেন রোহিত শর্মা। টানা দুই ছক্কায় একাই ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন তিনি।
হ্যামিলটনে নিউজিল্যান্ড ও ভারতের মধ্যকার পাঁচ ম্যাচের সিরিজে স্বাগতিকদের ৩-০ তে হারিয়ে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জিতলো ভারত।
বুধবারের ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নামে ভারত। ওপেনার রোহিত শর্মা ও অধিনায়ক ভিরাট কোহলির ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ১৭৯ রান তোলে ভারত। ৩ ছক্কা ও ৪ চারে ৪০ বলে ৬৫ রান করেন রোহিত।
জবাবে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক কেইন উইলিয়ামসনের ঝড়ো ইনিংসে ২০ ওভারে ১৭৯ রানেই থামে নিউজিল্যান্ডের ইনিংস। ৬ ছক্কা ও ৮ চারে ৪৮ বলে ৯৫ রানের ইনিংস খেলে মোহাম্মদ শামির বলে ক্যাচ তুলে দিয়ে সাঁজঘরে ফেরেন উইলিয়ামসন।
নিউজিল্যান্ডের ইনিংসের শেষবলে রস টেইলর বোল্ড হয়ে গেলে নিশ্চিত জয় ফসকে খেলা গড়ায় সুপার ওভারে। যার সদ্ব্যবহার করে দ্বিতীয় সুযোগে জয় তুলে নেয় ভারত।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ২০ ওভারে ১৭৯/৫ (রোহিত ৬৫, রাহুল ২৭, দুবে ৩, কোহলি ৩৮, শ্রেয়াস ১৭, পান্ডে ১৪*, জাদেজা ১০*; সাউদি ৪-০-৩৯-০, বেনেট ৪-০-৫৪-৩, কুগেলাইন ২-০-১০-০, স্যান্টনার ৪-০-৩৭-১, সোধি ৪-০-২৩-০, ডি গ্র্যান্ডহোম ২-০-১৩-১)।
নিউজিল্যান্ড: ২০ ওভারে ১৭৯/৬ (গাপটিল ৩১, মানরো ১৪, উইলিয়ামসন ৯৫, স্যান্টনার ৯, ডি গ্র্যান্ডহোম ৫, টেইলর ১৭, সাইফার্ট ০*; শার্দুল ৩-০-২১-২, শামি ৪-০-৩২-২, বুমরাহ ৪-০-৪৫-০, চেহেল ৪-০-৩৬-১, জাদেজা ৪-০-১৮-২, দুবে ১-০-১৪-০)।
ফল: ম্যাচ টাই (সুপার ওভারে ভারত জয়ী)
সিরিজ: ৫ ম্যাচ সিরিজে ভারত ৩-০তে এগিয়ে
ম্যান অব দা ম্যাচ: রোহিত শর্মা