স্কটল্যান্ডকে দুমড়ে-মুচড়ে আফগানিস্তানের রেকর্ড গড়া জয়
বাংলাদেশের বিপক্ষে জয়সহ প্রথম পর্বে সবগুলো ম্যাচ জিতে সুপার টুয়েলভ নিশ্চিত করে স্কটল্যান্ড। নতুন শুরুর আশায় ছিল দলটি। কিন্তু তারাই আফগানিস্তানের বিপক্ষে সামান্যতম লড়াইও করতে পারল না। দুই স্পিনার মুজিব-উর-রহমান ও রশিদ খানের স্পিন ভেল্কিতে নিমেষেই শেষ হয়ে গেল স্কটিশদের ইনিংস, মেনে নিতে হলো বিশাল এক হার।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে ২ নম্বর গ্রুপের ম্যাচে শারজাহতে স্কটল্যান্ডকে দুমড়ে-মুচড়ে দিয়ে ১০ উইকেটের রেকর্ড গড়া জয় তুলে নিয়েছে আফগানিস্তান। টি-টোয়েন্টিতে এটাই আফগানদের সবচেয়ে বড় জয়। তাদের আগের বড় জয়টি কেনিয়ার বিপক্ষে। ২০১৩ সালে শারজাহতেই অনুষ্ঠিত সেই ম্যাচে আফগানিস্তান জিতেছিল ১০৬ রানে।
অসাধারণ জয়ে বিশ্বকাপ মিশন শুরু করা আফগানিস্তান এদিন তাদের সেরা ক্রিকেট খেলেছে। প্রথমে ব্যাটিং করে রান পাহাড় গড়া দলটি পরে সামান্য রানেই প্রতিপক্ষের ইনিংস গুটিয়ে দেয়। টস জিতে আগে ব্যাটিং করা আফগানরা হযরতউল্লাহ জাজাই, রহমানউল্লাহ গুরবাজ ও নাজিবুল্লাহ জাদরানের খুনে ব্যাটিংয়ে ৪ উইকেটে ১৯০ রানের বিশাল সংগ্রহ গড়ে। জবাবে মুজিব-রশিদের স্পিন ঘূর্ণিতে মাত্র ৬০ রানেই গুটিয়ে যায় স্কটল্যান্ডের ইনিংস।
অথচ বড় লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটি থেকে ২৮ রান পায় স্কটল্যান্ড। কিন্তু প্রথম উইকেট হারাতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে তাদের ইনিংস। শেষ ৩২ রানের মধ্যে ১০টি উইকেট হারায় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেন জর্জ মানজি। অধিনায়ক কাইল কোয়েটজার ১০ ও ক্রিস গ্রিভস ১২ রান করেন। বাকি ব্যাটসম্যানদের কেউ দুই অঙ্কের রান করতে পারেননি।
বল হাতে জাদুকর হয়ে উঠেছিলেন মুজিব। ম্যাচ সেরার পুরস্কার জেতা ডানহাতি এই অফ স্পিনার চতুর্থ ওভারে ৩টি উইকেট তুলে নেন। স্কটিশদের শুরুর ৪টি উইকেটই তিনি। ৪ ওভারে ২০ রান খরচায় মুজিবের শিকার ৫ উইকেট। অবিশ্বাস্য বোলিং করেন রশিদ খান। তারকা এই লেগ স্পিনার ২.২ ওভারে মাত্র ৯ রান খরচায় ৪টি উইকেট পান। বাকি উইকেটটি নেন নাভিন উল হক।
এর আগে ব্যাটিং করা আফগানদেরসব ব্যাটসম্যানই রানের দেখা পান, সবাই মারকুটে মেজাজে ব্যাটিং করেন। ৩৪ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ইনিংস সেরা ৫৯ রান করেন নাজিবুল্লাহ। হজরতউল্লাহ ৩০ বলে ৩টি করে চার ও ছক্কায় ৪৪ রান করেন। ৩৭ বলে একটি চার ও ৪টি ছক্কায় ৪৬ রান করেন রহমানউল্লাহ। মোহাম্মদ শাহজাদ ১৫ বলে ২টি চার ও একটি ছক্কায় ২২ রান করেন। ৪ বলে ১১ রানে অপরাজিত থাকেন অধিনায়ক মোহাম্মদ নবী। স্কটল্যান্ডের সাফায়ান শরিফ ২টি উইকেট নেন।