স্পিনারদের দায়িত্বে হেরাথ, ব্যাটিং পরামর্শক অ্যাশওয়েল প্রিন্স
অনেকদিন ধরেই স্পিন কোচ ও ব্যাটিং কোচ খুঁজে আসছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বেশ কয়েকজনের সঙ্গে চলছিল আলোচনা। অবশেষে দুজনকে নিয়োগ দিয়েছে বিসিবি।
স্পিন পরামর্শক হিসেবে লঙ্কান সাবেক স্পিনার রঙ্গনা হেরাথকে বেছে নিয়েছে বিসিবি। ব্যাটিং পরামর্শক করা হয়েছে দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান অ্যাশওয়েল প্রিন্সকে। শনিবার এক বিবৃতি দিয়ে বিষয়টি জানিয়েছে বিসিবি।
রঙ্গনা হেরাথ জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন। তার সঙ্গে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করেছে বিসিবি। অ্যাশওয়েল প্রিন্সকে আরও কম সময়ের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। সাবেক বাঁহাতি এই ব্যাটসম্যান শুধু জিম্বাবুয়ে সফরেই ব্যাটিং পরামর্শকের দায়িত্বে থাকবেন।
শ্রীলঙ্কার হয়ে ৯৩ টেস্ট, ৭১ ওয়ানডে ও ১৭টি টি-টোয়েন্টি খেলা হেরাথ ২০১৮ সালে অবসর নেন। ৪৩৩টি টেস্ট উইকেটের মালিক হেরাথের জন্য এটাই প্রথম কোচিংয়ের দায়িত্ব হতে যাচ্ছে। আইসিসি ও শ্রীলঙ্কা ক্রিকেটের লেভেল থ্রি কোচিং সম্পন্ন করেছেন তিনি।
নিউজিল্যান্ডের সাবেক স্পিনার ও অধিনায়ক ড্যানিয়েল ভেটোরির স্থলাভিষিক্ত হচ্ছেন হেরাথ। গত এপ্রিলে ভেট্টোরির সঙ্গে চুক্তি শেষ হয় বিসিবির। ১০০ দিনের জন্য বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি। করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বাংলাদেশে আসেননি ভেটোরি। সর্বশেষ বাংলাদেশের নিউজিল্যান্ড সফরে তিনি স্পিন পরামর্শক হিসেবে কাজ করেন তিনি।
অ্যাশওয়েল প্রিন্স প্রথমবারের মতো জাতীয় দলের দায়িত্ব নিতে যাচ্ছেন। এর আগে দক্ষিণ আফ্রিকা 'এ' দলের ব্যাটিং কোচ এবং অন্তর্বর্তীকালীন হেড কোচের দায়িত্ব পালন করেছেন সাবেক এই বাঁহাতি ব্যাটসম্যান। হেরাথের মতো প্রিন্সও লেভেল থ্রি কোচ।
দেশের হয়ে ৬৬টি টেস্ট, ৬২ ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। টেস্টে তার সর্বোচ্চ রানের ইনিংস বাংলাদেশের বিপক্ষেই। ২০০৮ সালে সেঞ্চুরিয়নে বাংলাদেশের বিপক্ষে ১৬২ রানের অপরাজিত ইনিংস খেলেন প্রোটিয়া সাবেক এই ব্যাটসম্যান।