১১ বছর পর ইতালি সেরা ইন্টার মিলান
সিরি আ'র শিরোপার স্বাদ নিতে ভুলেই গিয়েছিল ইন্টার মিলান। প্রতি মৌসুমে হা-হুতাশ করেই সময় পার হতো এক সময়ের পরাক্রমশালী ইতালিয়ান এই ক্লাবটির। অবশেষে তাদের অপেক্ষা ফুরালো। দীর্ঘ ১১ বছর পর ইতালিয়ান ফুটবলের সর্বোচ্চ আসর সিরি আ'র শিরোপা ঘরে তুললো ইন্টার মিলান।
ম্যাচ জিতে শিরোপা উদযাপন করা হয়নি ইন্টারের। আতালান্তার ড্রয়ে শিরোপা নিশ্চিত হয়ে গেছে আন্তোনিও কন্তের শিষ্যদের। সাস্সুয়োলোর বিপক্ষে আতালান্তা জিতলে অপেক্ষা বাড়তো ইন্টারের।
৩৪ ম্যাচে ২৫ জয়ে ৮২ পয়েন্ট নিয়ে শিরোপা নিশ্চিত হলো ইন্টারের। দুই নম্বরে থাকা আতালান্তার পয়েন্ট ৬৯। বাকি চার ম্যাচে জিতলেও আতালান্তার পয়েন্ট হবে ৮১। ইন্টার পরের সব ম্যাচেও হারলেও কোনো প্রভাব পড়বে না। এ কারণেই চার ম্যাচ বাকি থাকতেই শিরোপা উৎসবে মাতলো ইতালিয়ান জায়ান্টরা।
১৯তম বারের মতো সিরি আ'র শিরোপা জিতলো ইন্টার। তাদের শিরোপা জয়ে জুভেন্টাসের একচ্ছত্র আধিপত্য শেষ হলো। আসরটির টানা ৯টি মৌসুমে শিরোপা জেতে ক্রিশ্চিয়ানো রোনালদোদের দল। ২০১১-১২ মৌসুম থেকে ২০১৯-২০ মৌমুস পর্যন্ত সিরি আ'র শিরোপা জুভেন্টাসের দখলে ছিল।
২০০৯-১০ মৌসুমের পর আন্তোনিও কন্তের তত্ত্বাবধানে সিরি আ'র শিরোপা ঘরে তুললো ইন্টার। এই আসরে সর্বোচ্চ শিরোপা জিতেছে জুভেন্টাস। তাদের ঝুলিতে মোট ৩৬টি শিরোপা। জুভেন্টাসের ধারে কাছেও কোনো দল নেই। সমান ১৮টি করে শিরোপা ছিল ইন্টার মিলান ও এসি মিলানের। এবার শিরোপা জিতে নগর প্রতিদ্বন্দ্বীদের ছাড়িয়ে গেল তারা।