২০২৩ ওয়ানডে বিশ্বকাপে খেলার ব্যাপারে নিশ্চিত নন মরগান
ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক ইয়ন মরগান আশা করছেন আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার। তবে তিনি এখনও নিশ্চিত না ২০২৩ সালের ৫০-ওভার বিশ্বকাপে তাকে দেখা যাবে কি না।
২০১৯ বিশ্বকাপে মরগানের নেতৃত্বেই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। লর্ডসে অনুষ্ঠিত সেবারের ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে এক স্মরণীয় জয়ের মাধ্যমে বিশ্বসেরার খেতাব নিজেদের করে নিয়েছিল মরগানের নেতৃত্বাধীন ইংল্যান্ড।
কিন্তু ইতোমধ্যেই জীবনের ৩৫টি বসন্ত পার করে ফেলায় শিরোপা রক্ষার লড়াইয়ে তাকে দেখা না-ও যেতে পারে বলে মনে করছেন মরগান।
সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের নেতৃত্বে রয়েছেন মরগান। টুর্মামেন্টে নিজেদের প্রথম ম্যাচে, সুপার টুয়েলভ রাউন্ডে আগামী শনিবার দুবাইয়ে তারা মুখোমুখি হবে এই ফরম্যাটের বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক দেশ অস্ট্রেলিয়া। এর পরের বছরই, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ আয়োজিত হবে ভারতে।
"আমি নিশ্চিতভাবেই আগামী বছরের এই সময়ে খেলার কথা ভাবছি। আশা করি আরও একটি টি-টোয়েন্টি বিশ্বকাপে সত্যিই একটি শক্তিশালী ভূমিকায় দেখব নিজেকে," বৃহস্পতিবার বিবিসিকে বলেন মরগান।
"নিজের ব্যাপারে এই প্রত্যাশাটিই আমার রয়েছে।
"তবে আমি অন্য দুটি টুর্নামেন্টের ব্যাপারে নিশ্চিত নই। অবশ্যই, ফলাফলই নির্ধারণ করে দেয় যে আপনি কত ভালো করেন এবং কতদিন দলে থাকেন। কিন্তু নিশ্চিতভাবেই, আমার জয়ের ক্ষুধা ও দৃঢ়প্রতিজ্ঞা সবসময়ের মতোই জোরালো।"
মরগান এখন পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ২৪৩টি ওয়ানডে ও ১০২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এদিকে টুর্নামেন্টের প্রথম রাউন্ডে নিজেদের খেলা দুটি ম্যাচেই জয় তুলে নিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সুপার টুয়েলভে জায়গা নিশ্চিত করে ফেলেছে শ্রীলঙ্কা।
- সূত্র: রয়টার্স