‘আমার মনে হয় মালিঙ্গা এক হাজার রান করেননি’
সাকিব আল হাসান- বাংলাদেশ ক্রিকেটে রেকর্ডের বরপুত্র। তার রাজত্বের সীমানা অবশ্য বাংলাদেশের গন্ডিতে বেধে রাখার উপায় নেই। বিশ্ব ক্রিকেটেই সাকিব এক বিস্ময়ের নাম। ব্যাটে-বলে দাপট দেখিয়ে বহু রেকর্ড নিজের করে নিয়েছেন বাঁহাতি এই অলরাউন্ডার। টি-টোয়েন্টি ক্রিকেটে এবার তিনি এমন রেকর্ড গড়লেন, ক্রিকেট দুনিয়াই সেটা প্রথমবারের মতো দেখলো।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ৪ উইকেট নেওয়া সাকিব বাংলাদেশের প্রথম এবং বিশ্বের দ্বিতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের মালিক হয়েছেন। স্পিনার সাকিবের অবস্থান চূড়ায়, একমাত্র স্পিনার হিসেবে ১০০ টি-টোয়েন্টি উইকেটের মাইলফলক ছুঁয়েছেন তিনি। এতে টি-টোয়েন্টি ইতিহাসের একমাত্র অলরাউন্ডার হিসেবে ১০০ উইকেট ও ১ হাজার রান করার রেকর্ড গড়েছেন তিনি।
বোলার সাকিবের সামনে কেবল শ্রীলঙ্কার সাবেক পেসার লাসিথ মালিঙ্গা। ১০৭ উইকেট নিয়ে সবার উপরে তিনি। হয়তো আর কয়েকটি ম্যাচ দিয়ে শীর্ষস্থান দখল করে নিতে পারবেন বাংলাদেশের বাঁহাতি এই স্পিনার। অজিদের বিপক্ষে ম্যাচের পর ১০০ উইকেট ও ১ হাজার রানের মাইলফলক গড়ার অনুভূতি জানতে চাওয়া হয় সাকিবের কাছে।
সাকিব বলে ওঠেন 'আর কেউ এটা করেছে?' ম্যাচ পরবর্তী অনুষ্ঠানের উপস্থাপক জানান, লাসিথ মালিঙ্গার ১০৭ উইকেট আছে। তখন সাকিব মনে করিয়ে দেন, তিনি শুধু ১০০ উইকেটই নেননি, ৮৪ টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১ হাজার ৭১৮ রান করেছেন। বিশ্বসেরা এই অলরাউন্ডার বলেন, 'আমার মনে হয় তিনি (মালিঙ্গার) এক হাজার রান করেননি। হ্যাঁ, মাঝেমাঝে রেকর্ডে চোখ রাখি।'
অনন্য এই রেকর্ডে নিজের নাম বসাতে পেরে স্বভাবতই উচ্ছ্বসিত সাকিব। বাংলাদেশ অলরাউন্ডার বলেন, 'অবশ্যই ভালো লাগে এমন কোনো অর্জন যখন হয়। ব্যক্তিগত অর্জনগুলো অবশ্যই অনুপ্রাণিত করে দলের হয়ে ভালো খেলার জন্য। এ যাবতকালে যতো সতীর্থের সঙ্গে খেলেছি, তাদের সাপোর্ট না পেলে এটা কখনোই সম্ভবত হতো না। তাদের সাপোর্ট, কোচিং স্টাফ-দর্শক, সবার সপোর্ট অনেক গুরুত্বপূর্ণ ছিল। খুবই খুশি। আমার মনে হয় আমি আরও অনেক দিন অবদান রাখতে পারব। সেই চেষ্টাই থাকবে আমার।'