‘আমি বর্ণবাদকে ঘৃণা করি’
যুক্তরাষ্ট্রে পুলিশের নির্যাতনে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যম উত্তাল। বিশ্ব ক্রীড়াঙ্গনের অনেকেই এই হত্যার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। পাশাপাশি উঠে এসেছে বর্ণবৈষম্যের বিষয়টি। বর্ণবৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হতে দেখা গেছে অনেককেই।
এবার সেই প্রতিবাদে যোগ দিলেন মুশফিকুর রহিম। বর্ণবেষম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন জাতীয় দলের অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। এই পোস্টের মাধ্যমে মুশফিক জানিয়েছেন, বর্ণবাদকে তিনি ঘৃণা করেন।
নিজের অফিসিয়াল টুইটার ও ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছেন মুশফিক। ছবিটিতে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাকে। প্ল্যাকার্ডে লেখা, 'আমি বর্ণবাদকে ঘৃণা করি। বর্ণবাদকে না বলুন।' ছবিটির ক্যাপশনেও একই কথা লিখেছেন দেশের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।
বর্ণবৈষম্য নিয়ে প্রতিবাদ জানিয়েছেন ক্যারিবিয়ান ক্রিকেটাররাও। এদের মধ্যে অন্যতম ড্যারেন স্যামি। জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানিয়ে আসছেন তিনি।
বর্ণবাদী আচরণের বিরুদ্ধে সব সময়ই সোচ্চার থাকলেও স্যামি নিজেই জানতেন না যে, তিনিও এর শিকার। নিজের অভিজ্ঞতার কথা ইনস্টাগ্রামে বর্ণনা করে এরআগে তিনি বলেছেন, 'আমি মাত্র জানতে পারলাম 'কালু' শব্দের অর্থ। আইপিএলে সানরাইজার্সের হয়ে খেলার সময় এই নামে আমাকে ডাকা হতো।'
দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক স্যামি আরও লেখেন, 'আমাকে ও থিসারা পেরেরাকে ওই নামে ডাকত তারা। আমি ভেবেছিলাম, এটার মানে তেজী ঘোড়া। কিন্তু আমার আগের পোস্ট থেকে জানতে পারলাম এটির অর্থ ভিন্ন এবং আমি খুবই ক্ষুব্ধ।'