‘ইনশা আল্লাহ, ফাইনালেও খেলব’- বললেন ম্যাথু হেইডেন
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত দুর্বার গতিতে এগিয়ে চলেছে পাকিস্তান। তাদের জয়ের পথে বাঁধা তুলতে পারেনি কোনো প্রতিপক্ষই। একমাত্র দল হিসেবে সুপার টুয়েলভ পর্বে টানা পাঁচ ম্যাচ জিতে সেমি-ফাইনালে ওঠে বাবর আজমের দল। তাদের মিশন এবার সেমি-ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করা। এই ম্যাচের আগে দলটির ব্যাটিং পরামর্শক ম্যাথু হেইডেন জানিয়েছেন, এই ধারা ধরে রেখে ফাইনালও খেলবে তারা।
চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১০ উইকেটে হারিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করে পাকিস্তান। এরপর একে একে একে নিউজিল্যান্ড, আফগানিস্তান, নামিবিয়া ও স্কটল্যান্ডকে হারায় তারা। এবার সামনে শক্তিশালী অস্ট্রেলিয়া, কিন্তু তাতে থোড়াই কেয়ার পাকিস্তানের। বুক চেতানো লড়াইয়ে অজিদের হটিয়ে ফাইনালে পা রাখতে চায় ২০০৯ আসরের চ্যাম্পিয়নরা।
নিজ দেশের বিপক্ষে পাকিস্তানের জয়ের ব্যাপার আশাবাদী হেইডেন। তার ভাষায়, 'সবার মতোই শিরোপা জেতাটা পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ। এমন একটা দলের বিপক্ষে খেলব, যারা বিশ্বকাপের শিরোপা জেতার ক্ষেত্রে মানদণ্ডটা অন্য পর্যায়ে নিয়ে গেছে। তবে তাদের ক্যাবিনেটে এ শিরোপাটা নেই, ফলে এ ম্যাচে অনেক কিছুই জড়িত।'
'জাতি হিসেবে ক্রিকেটকে যেভাবে ভালোবাসে পাকিস্তান, এর চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু হতে পারে না তাদের জন্য। আমরা পারফর্ম করতে প্রস্তুত। শুধু সেমিফাইনাল নয়, ইনশা আল্লাহ, এরপর ফাইনালেও খেলব।' যোগ করেন অস্ট্রেলিয়ার সাবেক এই ব্যাটসম্যান।
এই পাকিস্তান যেকোনো প্রতিপক্ষকে পরীক্ষায় ফেলতে পারে বলে মনে করেন হেইডেন। তিনি বলেন, 'এই দলটির সামর্থ্য আছে যে কারও বিপক্ষে লড়াই করার, সর্বশেষ পাঁচ ম্যাচে সেটা তারা দেখিয়েছে। ভারতের বিপক্ষে ম্যাচে যে অবর্ণনীয় চাপ ছিল, সেটা তারা যেভাবে সামলেছে, যে আত্মবিশ্বাস দেখিয়েছে, সেটা দারুণ। আমি খুবই আশাবাদী, দারুণ সম্ভাবনা দেখি।'
টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমি-ফাইনালে আজ দুবাইয়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে পাকিস্তান। ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে।