‘তামিমকে বিশ্বকাপের দলে না পাওয়া দুর্ভাগ্য’
গত বছরের মার্চ থেকে টি-টোয়েন্টি খেলেননি তামিম ইকবাল। জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজে খেলে দেশে ফেরা বাঁহাতি এই ওপেনার ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে হাঁটুর চোটের কারণে খেলতে পারেননি। একই কারণে নিউজিল্যান্ড সিরিজেও নেই অভিজ্ঞ এই ব্যাটসম্যান। এরপরও তামিমকে রেখে বিশ্বকাপ দল সাজিয়েছিল বিসিবির নির্বাচকরা। কিন্তু বাংলাদেশ ওপেনার নিজে থেকেই সরে দাঁড়ান।
দীর্ঘদিন সংক্ষিপ্ততম এই ফরম্যাটে না খেলা এবং প্রস্তুতির ঘাটতির কারণে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নেন তামিম। এরপরও দল থেকে তাকে বোঝানো হয়েছে। কিন্তু দেশসেরা এই ব্যাটসম্যান আগের সিদ্ধান্তেই থেকে গেছেন। বৃহস্পতিবার বিশ্বকাপের দল ঘোষণার সময় বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানালেন, বিশ্বকাপের দলে তামিমকে না পাওয়াটা দুর্ভাগ্যজনক।
তামিমকে দল মিস করবে জানিয়ে প্রধান নির্বাচক বলেন, 'অবশ্যই তামিম আমাদের তিন ফরম্যাটে অন্যতম সেরা ক্রিকেটার। ও নিজে থেকেই সরে দাঁড়িয়েছে। আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী ছিলাম যে আমরা ওকে পাব, এটা সত্যি দুর্ভাগ্য। তামিমকে দল ও আমরা মিস করব। আমরা আত্মবিশ্বাসী ও (তামিম) ভালোভাবে ফিরে আসবে।'
তামিম দলে না থাকায় উদ্বোধনী জুটিতে বাংলাদেশের অপশন এখন তিনটি। বিশ্বকাপের দলে আছেন তিন ওপেনার লিটন কুমার দাস, নাঈম শেখ ও সৌম্য সরকার। ওপেনার হিসেবে তামিমের বদলে কাকে চিন্তা করা হয়েছে, সেটা পরিষ্কার করেননি প্রধান নির্বাচক। তিনি বলেন, 'না তেমন নয়, এখন যারা আছে লিটন, সৌম্য ও নাঈম; এ তিনজনকেই আমরা বিবেচনায় রেখেছি।'
বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালেও দলের খোঁজ খবর ঠিকই রাখছেন তামিম। বাংলাদেশের বিশ্বকাপের দল ও দলে ডাক পাওয়া সবাইকে শুভ কামনা জানিয়েছেন তিনি। দলের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে অভিজ্ঞ এই ওপেনার লিখেছেন, 'বিশ্বকাপ দলে জায়গা পাওয়া সবাইকে অভিনন্দন। পুরো দলের জন্য আমার শুভ কামনা।' টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর পর থেকেই এই প্রথম বাংলাদেশের হয়ে খেলবেন না তামিম। আগের ছয়টি আসরেই খেলেছেন তিনি।