‘বুনো’ উদযাপনে কী বলছিলেন মাহমুদউল্লাহ
ডিপ পয়েন্ট অঞ্চলে বল পাঠিয়ে রান পূর্ণ করলেন না মাহমুদউল্লাহ রিয়াদ। চার নিশ্চিত বুঝে উইকেটের মাঝেই দাঁড়িয়ে গেলেন। তিন অঙ্ক ছোঁয়ার উদযাপনটা এবার হলো অন্য রকমভাবে। চিৎকার করে মাহমুদউল্লাহ যেন বলতে চাইলেন, 'আমিও টেস্ট খেলতে জানি'। টেস্ট থেকে যাকে বাদ দিয়ে সাদা বলের ক্রিকেটে মনোযোগ দিতে বলা হয়েছিল, সেই মাহমুদউল্লাহর ব্যাটেই এবার সওয়ার বাংলাদেশ।
হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে আট নম্বরে ব্যাটিংয়ে নেমে কেবল দলকে উদ্ধার করাই নয়, টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নিয়েছেন মাহমুদউল্লাহ। ১৯৫ বলে ১০টি চার ও একটি ছক্কায় সেঞ্চুরি পূর্ণ করেন জাতীয় দলের অভিজ্ঞ এই ক্রিকেটার।
সেঞ্চুরির স্বাদ আগেও বেশ কয়েকবার নিয়েছেন মাহমুদউল্লাহ। এই টেস্টের আগে আন্তর্জাতিক ক্রিকেটে ৭টি সেঞ্চুরির (৪টি টেস্ট ও ৩টি ওয়ানডে) মালিক ছিলেন তিনি। এর মধ্যে কিছু সেঞ্চুরি ছিল মহাগুরুত্বপূর্ণ। একজন ব্যাটসম্যানের কাছে সব সেঞ্চুরি সমান হলেও মাহমুদউল্লাহর কাছে বিশ্বকাপ বা চ্যাম্পিয়ন্স ট্রফির সেঞ্চুরির মতো এটা নিশ্চয়ই স্পেশাল সেঞ্চুরি নয়।
তবু এবার তার বাধভাঙা উদযাপন। যে উদযাপনে রইলো আগ্রাসনও। চার মেরে ১০০ ছুঁয়ে বাংলাদেশের ড্রেসিং রুমের দিকে ফিরে ইংরেজি শব্দ 'ইয়া' বলে কিছুক্ষণের জন্য থেমে রইলেন মাহমুদউল্লাহ। যেন টেস্ট থেকে অবহেলিত হওয়ার জবাবটা ১০০ পূর্ণ হওয়ার পর গলা ফাটিয়ে 'ইয়া' বলে দিতে চাইলেন ডানহাতি এই ব্যাটসম্যান।
১৬ মাস পরে টেস্টে ফিরে তিন অঙ্কে পৌঁছানোয় সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাতেও ভোলেননি মাহমুদউল্লাহ। আগ্রাসনভরা উদযাপনের পর ব্যাট ছেড়ে সেজদাহ দিলেন তিনি। উইকেটের সঙ্গী তাসকিন অভিনন্দন জানাতে এসে দাঁড়িয়ে রইলেন কিছুটা সময়, মাহমুদউল্লাহ যেন তা ভুলেই গিয়েছিলেন! সেজদাহর পর তাসকিনকে জড়িয়ে উদযাপনের শেষ অংশ সারেন তিনি।
পঞ্চম টেস্ট সেঞ্চুরি তুলে নেওয়ার পথে তাসকিনকে নিয়ে লম্বা পথ পাড়ি দিয়ে চলেছেন মাহমুদউল্লাহ। নবম উইকেটে এখন পর্যন্ত ১৫১ রান যোগ করেছেন তারা। যা টেস্টে নবম উইকেটে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ জুটি। এই জুটিতে বড় সংগ্রহের পথে এগোচ্ছে ১৩২ রানেই ৬ উইকেট হারিয়ে ২০০-এর আগে অলআউট হওয়ার শঙ্কায় পড়ে যাওয়া বাংলাদেশ।
১১৫ ওভার শেষে ৮ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৪২১ রান। মাহমুদউল্লাহ ১১৯ ও যেকোনো ফরম্যাটে প্রথম হাফ সেঞ্চুরির দেখা পাওয়া তাসকিন ৬২ রানে ব্যাটিং করছেন। দলকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে একটি রেকর্ডও গড়েছেন মাহমুদউল্লাহ। ৮ নম্বরে নেমে টেস্টে বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেললেন তিনি।