‘ম্যাচ রেফারির রিপোর্টের ভিত্তিতে সাকিবের শাস্তির ব্যাপারে সিদ্ধান্ত’
বিসিবির জৈব সুরক্ষা বলয় ভেঙে আলোচনায় এসেছিলেন সাকিব আল হাসান। এর কয়েকদিন পর আবারও বিতর্কে বাঁহাতি এই অলরাউন্ডার। ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে মাঠেই স্টাম্পে লাথি মারা ও দুই হাতে স্টাম্প তুলে আছাড় মারায় শাস্তির খড়্গে পড়তে যাচ্ছেন মোহামেডোন স্পোর্টিং ক্লাবের অধিনায়ক।
তার শাস্তির ব্যাপারে সিদ্ধান্ত নিতে ম্যাচ রেফারির রিপোর্টে জন্য অপেক্ষা করবে বিসিবি ও টুর্নামেন্টের আয়োজক সিসিডিএম। ম্যাচের পর এমনই জানিয়েছেন সিডিএমের চেয়ারম্যান কাজী ইনাম। তবে সাকিব কী ধরনের শাস্তি পেতে পারেন, তা নিয়ে কিছু জানাননি তিনি।
বিসিবির এই পরিচালক বলেন, 'আবাহনী-মোহামেডান ম্যাচে অনেক কিছুই ঘটে থাকে। আজকে এমনই ঘটনা আমরা দেখলাম। যা ফেসবুক লাইভ., ইউটিউবের মাধ্যমে সবাই দেখেছে। সাকিবের ঘটনাটি দুর্ভাগ্যজনক। আমরা আশা করি এমন ঘটনা ঘটবে না।'
'আপনারা জানেন এটা আইসিসির স্বীকৃতি ম্যাচ। এসব দেখার জন্য আমাদের প্যানেল আছে। এটা দেখে থাকেন বিসিবির আম্পায়ার ও ম্যাচ রেফারি। তাদের রিপোর্টের ভিত্তিতে সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।' যোগ করেন কাজী ইনাম।
শুক্রবার ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির ম্যাচে খেলা চলাকালীন আম্পায়ারের সামনেই স্টাম্প তুলে আছাড় মারেন সাকিব। এরআগেই অবশ্য মেজাজ হারান মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক। একটি আবেদনে আম্পায়ার সাড়া না দেওয়ায় তেড়ে যান সাকিব। লাথি মেরে ভেঙে দেন তিনি। আম্পায়ারের সঙ্গে অশালীন ভাষা ও অশোভন আচরণ করতে থাকেন তিনি।