‘সব সময়ের মতো সাকিবকে ভিলেন বানানোর চেষ্টা চলছে’
আবারও আলোচনায় সাকিব আল হাসান। পারফরম্যান্স দিয়ে নয়, আরেকটি বিতর্কে জড়িয়েছে তার নাম। সাকিবের ঘটানো কাণ্ডে আবারও সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম। কদিন আগে জৈব সুরক্ষা বলয় ভেঙেও পার পেয়ে যাওয়া সাকিব এবার মাঠেই করছেন ঔদ্ধত্যপূর্ণ আচরণ।
ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে আবাহনী লিমিটেডের বিপক্ষে ম্যাচ চলাকালীন স্টাম্পে লাথি দেওয়া, স্টাম্প তুলে আছাড় মারাসহ আম্পায়ারের সঙ্গে অশোভন আচরণ করেছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক। এই ঘটনায় শাস্তির মুখে পড়তে যাচ্ছেন বাঁহাতি এই অলরাউন্ডার।
যদিও এসব শাস্তি নিয়ে ভাবছেন না সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির। বরং তিনি বিষয়টি উপভোগ করছেন। শিশিরের দৃষ্টিতে সাকিব কোনো অন্যায় করেননি। তার মতে, মিডিয়া আসল ঘটনা চাপা দিয়ে সব সময়ের মতো সাকিবকে ভিলেন বানানোর চেষ্টা করছে। শুক্রবার বাংলাদেশ সময় রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া স্ট্যাটাসে এসব লিখেছেন শিশির।
সাকিবের স্টাম্পে লাথি দেওয়ার একটি ছবি পোস্ট করে শিশির লিখেছেন, 'এই ঘটনা মিডিয়ার মতো করেই আমি উপভোগ করছি। অবশেষে টেলিভিশনে কিছু খবর দেখা যাচ্ছে। কিছু মানুষের সমর্থন দেখে খুবই ভালো লাগছে যে, তারা আজকের ঘটনার পরিষ্কার চিত্র দেখতে পাচ্ছেন। তারা বুঝতে পারছেন অন্তত একজনের সাহস আছে সকল প্রতিকূলতার বিপক্ষে দাঁড়ানোর।'
শিশির তার পোস্টে আরও লিখেছেন, 'এটা দেখা দুর্ভাগ্যের যে আসল ঘটনা মিডিয়া চাপা দিচ্ছে। কেবল তার (সাকিব) ক্ষোভ প্রকাশ করার বিষয়টি মিডিয়াতে তুলে ধরা হচ্ছে। মূল বিষয় হচ্ছে আম্পায়ারের চোখ ধাঁধানো সিদ্ধান্তগুলো। শিরোনামগুলো সত্যিই দুঃখজনক। চলমান এই ঘটনাটা আমার কাছে একটি চক্রান্ত, সব সময়ের মতো তাকে ভিলেন বানানোর চেষ্টা করা হচ্ছে। আপনি যদি ক্রিকেটভক্ত হয়ে থাকেন, তবে নিজের পদক্ষেপ সম্পর্কে অবগত থাকুন।'