‘২০১০ সালের ক্রিকেট খেলছে ভারত’
এই ভারত দলকে অনেকেই চিনতে পারছেন না। তারকায় ঠাসা দলটিই টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে এলোমেলো ক্রিকেট খেলে নিজেদের পরের ধাপে যাওয়ার পথ কঠিন করে তুলছে। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটে হারের পর নিউজিল্যান্ডের বিপক্ষেও পাত্তা পায়নি বিরাট কোহলির দল। ৮ উইকেটে হারের দিন ভারতের ব্যাটিং দেখে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন বলেছেন, ২০১০ সালের ক্রিকেট খেলছে ভারত।
রোববার সুপার লিগের ম্যাচে ১১০ রানেই গুটিয়ে যায় ভারতের ইনিংস। ট্রেন্ট বোল্ট, মিচেল স্যান্টনার, ইশ সোধিদের বোলিংয়ের সামনে অসহায় দেখিয়েছে ভারতের সব ব্যাটসম্যানকে। ব্যাটিং করা নয় জনের মধ্যে পাঁচ জন করেছেন দুই অঙ্কের রান, কিন্তু কেউ ৩০ এর কোটা পেরোতে পারেননি। সর্বোচ্চ রানের ইনিংস ২৬ রানের, সেটাও করেছেন সাত নম্বর ব্যাটসম্যান রবীন্দ্র জাদেজা।
ভারতের ব্যাটিংয়ের এই হাল মাইকেল ভনকে ফিরিয়ে নিয়ে গেছে ১১ বছর আগে। ২০১০ সালের ভারত থেকে এই দলটিকে আলাদা করতে পারছেন না তিনি। ইংলিশ সাবেক অধিনায়কের মতে, ক্রিকেট এগিয়ে গেলেও পেছনেই পড়ে আছেন কোহলি-রোহিতরা। এক টুইটে ভন লিখেছেন, 'ভারত ২০১০ সালের ক্রিকেট খেলছে। ক্রিকেট অনেক এগিয়ে গেছে।'
ভারতের ব্যাটিং দেখে মনে হয়েছে, দুবাইয়ের উইকেটই হয়তো কঠিন। কিন্তু কিছুক্ষণ পরই সেই ধারণা পাল্টে দেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। যে উইকেটে এক রান তুলতেই হিমশিম খাচ্ছিলেন কোহলি, পান্ডিয়ারা, সেই উইকেটেই ব্যাটিং শো দেখান কিউই ওপেনার ড্যারিল মিচেল। ৩৫ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ৪৯ রান করেন তিনি। অধিনায়ক কেন উইলিয়ামসনও খেলেন ৩৩ রানের সাবলীল এক ইনিংস।
সব মিলিয়ে প্রতিপক্ষের সঙ্গে ভারতের পার্থক্যটা পরিষ্কার। তাই এই ভারতকে অচেনা মনে হচ্ছে অনেকের কাছেই। পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতারের ভাষায়, ভারত ম্যাচই খেলতে যায়নি সেখানে। নিজের ইউটিউব চ্যানেলের একটি ভিডিওতে সাবেক এই গতি তারকা বলেছেন, 'খুব বাজেভাবে হেরে গেছে ভারত। আজ ভারতকে দেখে মনেই হয়নি তারা ম্যাচ খেলতে গেছে সেখানে। মনে হয়েছে নিউজিল্যান্ডই কেবল ম্যাচ খেলতে গেছে।'
'গড়পড়তা পারফরম্যান্স করেছে ভারত। তাদের দলকে নিয়ে যতো কথা হয়েছে, গণমাধ্যম ভারত দলের ওপর যতো চাপ বাড়িয়েছে; আমার পুরো বিশ্বাস ছিল, এই দল ফেঁসে যাবে। আর সেটাই হয়েছে। আমি বুঝি না, ভারত কোন কৌশল, কোন পরিকল্পনায় খেলছিল। ভারতের এই দলটি দিক ভুলে গেছে। তাদের কোনো পরিকল্পনাই ছিল না।' যোগ করেন শোয়েব আখতার।