রেকর্ডময় ইনিংস ঘোষণা করে বাংলাদেশকে ব্যাটিং দিল ভারত
কানপুর টেস্টের আজ চতুর্থ দিন। বৃষ্টির কারণে দুই দিন একটি বলও মাঠে গড়ায়নি। এই ম্যাচও যে জেতার চিন্তা করা যায়, সেটা করে দেখালো ভারত। বাংলাদেশের করা ২৩৩ রানের জবাবে টি-টোয়েন্টি মেজাজে রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করলো ভারত। ৩৪.৪ ওভারে ৯ উইকেটে ২৮৫ রান তোলে স্বাগতিকরা, প্রথম ইনিংসে তাদের লিড ৫২ রান। আজ ১৯ ওভারের খেলা বাকি থাকতে বাংলাদেশকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে পাঠাচ্ছে ভারত।
২৮ ওভারেই বাংলাদেশকে ছাড়িয়ে ভারতের লিড
কানপুর টেস্টে প্রথম ইনিংসে ৭৪.২ ওভারে ২৩৩ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ব্যাটিংয়ে নামা ভারত এই রান পাড়ি দিয়েছে অর্ধেকেরও কম ওভারে। ওয়ানডের চেয়েও দ্রুত গতিতে রান তুলে যাওয়া ভারতীয় ব্যাটসম্যানরা দলের সংগ্রহ ২৮ ওভারেই ২৩৩ ছাড়িয়ে নিয়ে গেছেন। ২৮ ওভার পর্যন্ত ৮.৩৯ রান রেটে রান তুলেছে ভারত। অনেক টি-টোয়েন্টি ম্যাচেও এরচেয়ে কম রান রেট থাকে।
৩০ ওভার শেষে ৫ উইকেটে ভারতের সংগ্রহ ২৪৯ রান। ইতোমধ্যে স্বাগতিকরা ১৬ রানের লিড নিয়েছে। সর্বমেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়া বিরাট কোহলি ৩৫ বলে ৪টি চার ও একটি ছক্কায় ৪৭ রান করেন। ৩৩ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন লোকেশ রাহুল, যা টেস্টে তার দ্রুততম। রাহুল ৫২ ও রবীন্দ্র জাদেজা ২ রানে ব্যাটিং করছেন।
এমন ব্যাটিংয়ে এক ইনিংসেই অনেক রেকর্ড গড়েছে ভারত। উইকেটে গিয়েই ঝড় তোলা ভারতের দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও রোহিত শর্মা ৩ ওভারেই স্কোরকার্ডে যোগ করেন ৫১ রান। যা টেস্টের দীর্ঘ ইতিহাসে দ্রুততম দলীয় হাফ সেঞ্চুরি। রোহিতের বিদায়ের পর শুভমান গিলকে একপাশে রেখে তাণ্ডব চালিয়ে যেতে থাকেন জয়সওয়াল।
৩১ বলেই হাফ সেঞ্চুরি পূর্ণ করেন বাঁহাতি তরুণ এই ব্যাটসম্যান। যা ভারতের ব্যাটসম্যানদের মধ্যে চতুর্থ দ্রুততম হাফ সেঞ্চুরি। জয়সওয়াল-শুভমানের জুটিতে ১০.১ ওভারেই ১০০ পূর্ণ হয় ভারতের। টেস্টে এটা দ্রুততম দলীয় শতকের রেকর্ড। ব্যাট হাতে শাসন করা ভারত ১৮.২ ওভারে পৌঁছায় ১৫০ রানে, টেস্টের ইতিহাসে এটাও দ্রুততম।
এমন ব্যাটিংয়ের নেপথ্যে সবচেয়ে বেশি অবদান জয়সওয়ালের। টেস্টেও তিনি ১৪১.১৭ স্ট্রাইক রেটে ৫১ বলে ১২টি চার ও ২টি ছক্কায় ৭২ রান করেন। রোহিত ১১ বলে একটি চার ও ৩টি ছক্কায় করেন ২৩ রান। দলীয় দ্রুততম হাফ সেঞ্চুরির পর আরও একটি রেকর্ডে নিজের নাম তোলেন ভারত অধিনায়ক।
টেস্ট ইতিহাসের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে নিজের ইনিংসের প্রথম দুই বলে ছক্কা মারেন রোহিত। তার আগে প্রথম দুই বলে ছক্কা মেরে ইনিংস শুরু করেছেন ওয়েস্ট ইন্ডিজে ফফি উইলিয়ামস (১৯৪৮ সালে), ভারতের শচিন টেন্ডুলকার (২০১৩) ও উমেশ যাদব (২০১৯)।
শুভমান ৩৬ বলে ৩৯ রান করে আউট হন, ঋষভ পন্ত করেন ১১ বলে ৯ রান। কানপুরের গ্রিন পার্কের ব্যাটিং উইকেটে সাকিব আল হাসান ছাড়া বাংলাদেশের আর কোনো বোলারই বিশেষ সুবিধা করতে পারছেন না। সাকিব নিয়েছেন ৩টি উইকেট, একটি করে উইকেট পেয়েছেন হাসান মাহমুদ ও মেহেদী হাসান মিরাজ।