দক্ষিণ আফ্রিকার লিগ, সব মালিক আইপিএল ফ্র্যাঞ্চাইজি
আগামী বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ। ছয়টি দলের অংশগ্রহণে নতুন এই আসরটি অনুষ্ঠিত হবে। লিগ দক্ষিণ আফ্রিকার হলেও দলগুলোর মালিকানায় নেই দেশটির কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি। ছয়টি দলই কিনে নিয়েছে ভারতীয়রা। আরও নির্দিষ্ট করে বললে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিরা দলগুলো কিনে নিয়েছে।
ক্রিকেট সাউথ আফ্রিকা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি বিষয়টি। তবে ইতোমধ্যেই সফল বিডার হিসেবে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকপক্ষের নাম প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। এমনও খবর আছে যে, সফল বিডারদের পছন্দের শহর বেছে নিতে বলা হয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে। নিলাম শেষ হয় গত ১৩ জুলাই, যেখানে দল কিনতে আগ্রহ দেখায় ২৯টি প্রতিষ্ঠান। দাম হাঁকানোর দিক থেকে আইপিএলের মালিকদের কাছে পাত্তা পায়নি বাকিরা।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী মুম্বাই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, সানরাইজার্স হায়দরাবাদ, লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ও রাজস্থান রয়্যালস হতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগের ছয় দলের মালিক।
আইপিএলের সফলতম ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের মালিকানায় থাকা রিলায়েন্স ইন্ডাস্ট্রিস লিমিটেড কিনেছে নিউল্যান্ডস দলের মালিকানা। আরেক জায়ান্ট চেন্নাই সুপার কিংস কিনেছে জোহানেসবার্গের ফ্র্যাঞ্চাইজি। দিল্লি ক্যাপিটালসের মালিকানায় থাকা জেএসডব্লিউ কিনেছে প্রিটোরিয়া ফ্র্যাঞ্চাইজি।
আইপিএলের আরও তিন দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস, সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস কিনেছে যথাক্রমে ডারহাম, গেবেরহা (সাবেক পোর্ট এলিজাবেথ), পার্ল দলের মালিকানা কিনেছে।
সব কিছু ঠিক থাকলে মুম্বাই ইন্ডিয়ান্স কেপ টাউনে, চেন্নাই সুপার কিংস জোহানেসবার্গে ও দিল্লি ক্যাপিটালস সেঞ্চুরিয়নে ক্যাম্প করবে। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের নজর ডারবানে। সানরাইজার্স হায়দরাবাদ এলিজাবেথে এবং রাজস্থান রয়্যালস পার্লে ক্যাম্প করতে পারে।