ওয়ানডে দলে ফিরলেন মুশফিক-হাসান মাহমুদ
তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগামী ২৬ জুন জিম্বাবুয়ের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সফরের জন্য শুক্রবার দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি দলে অনেক পরিবর্তন আনা হলেও ওয়ানডেতে তেমন হয়নি।
পূর্ণ শক্তির ওয়ানডে দল গড়া হয়েছে। সাকিব আল হাসান ছাড়া নিয়মিত সদস্যদের নিয়েই গড়া হয়েছে দল। এই সফর থেকে ছুটি নিয়েছেন সাকিব। ১৬ সদস্যের দলে ফিরেছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম ও তরুণ পেসার হাসান মাহমুদ।
ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলা দল থেকে বাদ পড়েছেন এবাদত হোসেন। দলে থাকলেও চোটের কারণে ছিটকে যান ইয়াসির আল রাব্বি। আর পুরোপুরি ফিট না হওয়ায় ওয়েস্ট ইন্ডিজ সফরেই যাওয়াই হয়নি অলরাউন্ডার সাইফউদ্দিনের। জিম্বাবুয়ে সফরেও নেই এ দুজন।
হজ করতে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছুটি নিয়েছিলেন মুশফিক। জিম্বাবুয়ে সফর দিয়ে দলে ফিরছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। তবে এই সফরে টি-টোয়েন্টি দলে নেই তিনি, তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। টি-টোয়েন্টি বিশ্রাম দেওয়া হয়েছে অধিনায়কত্ব হারানো মাহমুদউল্লাহ রিয়াদকেও।
গত বছরের জানুয়ারিতে বাংলাদেশ দলে অভিষেক হওয়া হাসান মাহমুদ ডাক পেলেন দেড় বছর পর। সর্বশেষ গত বছরের মার্চে নিউজিল্যান্ডে ওয়ানডে খেলেন তিনি। ওই সফরেই পিঠের চোটে লম্বা সময়ের জন্য ছিটকে যান ডানহাতি এই পেসার। বাংলাদেশের হয়ে তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলেছেন হাসান।
ওয়েস্ট ইন্ডিজ সফরে ভালো সময় যায়নি এনামুল হক বিজয়ের। প্রিমিয়ার লিগে রানের ফোয়ারা বইয়ে সুযোগ করে নেওয়া এই ওপেনার এক টেস্ট ও তিন টি-টোয়েন্টিতে রানের দেখা পাননি। পরে ওয়ানডেতে আর সুযোগ পাননি। ডানহাতি এই ব্যাটসম্যানকে জিম্বাবুয়ে সফরে দুই ফরম্যাটেই দলে নেওয়া হয়েছে। ওয়েস্ট ইন্ডিজে দারুণ বোলিং করে জায়গা ধরে রেখেছেন স্পিনার তাইজুল ইসলাম।
টি-টোয়েন্টি দিয়ে জিম্বাবুয়ে সফর শুরু হবে বাংলাদেশের। ৩০ জুলাই হারারে স্পোর্টস ক্লাবে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৫টায়। একই ভেন্যুতে পরের দুই টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ৩১ জুলাই ও ২ আগস্ট। এই ম্যাচ দুটিও বাংলাদেশ সময় বিকাল ৫টায় শুরু হবে।
টি-টোয়েন্টি মতো ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই হারারেতে হবে। ৫ আগস্ট প্রথম ওয়ানডেতে লড়বে বাংলাদেশ-জিম্বাবুয়ে। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দেড়টায়। পরের দুই ওয়ানডে একই সময়ে ৭ ও ১০ আগস্ট মাঠে গড়াবে।
জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ ওয়ানডে দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত ও তাইজুল ইসলাম।