অভিষেক ম্যাচে চার রানে আউট হয়ে মাঠেই কেঁদেছিলেন শচীন!
ভারতের অন্যতম সফল ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। ক্রিকেটের কিংবদন্তীদের তালিকা করলে সেখানেও থাকবে শচীনের নাম। ভারতীয় ক্রিকেট দলের হয়ে দুর্দান্ত পারফরমেন্সের পাশাপাশি বহু রেকর্ডও রয়েছে তার দখলে। মাস্টার ব্লাস্টার ক্রিকেট ছেড়েছেন প্রায় নয় বছর হয়ে গেছে, কিন্তু শচীনের ব্যাটিং স্টাইল আজও ভক্তদের স্মৃতিতে অমলিন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন শচীন, যেখানে তিনি নিজের প্রথম অনূর্ধ্ব-১৫ ম্যাচ নিয়ে কথা বলেছেন এবং পুরনো দিনের গল্পও তুলে ধরেছেন। এই ম্যাচের মাধ্যমেই প্রথম ব্যাট হাতে মাঠে নেমেছিলেন ক্রিকেটার শচীন, তাই কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে গিয়েছিলেন এই জীবন্ত কিংবদন্তী।
শেয়ার করা ভিডিওতে শচীন বলেন, "আমি এখন পিওয়াইসি ক্লাবে দাঁড়িয়ে আছি এবং ১৯৮৬ সালে এখানেই আমার প্রথম অনূর্ধ্ব-১৫ ম্যাচ খেলেছিলাম। সেদিন আমি নন-স্ট্রাইকার প্রান্তে দাঁড়িয়েছিলাম এবং আমার সহপাঠী রাহুল গনপুলে স্ট্রাইকে ছিলেন। তিনি একটি অফ ড্রাইভ শট মারেন এবং তৃতীয় রান নেওয়ার জন্য আমাকে চাপ দেন। আমি জানতাম সে দ্রুত দৌড়াতে পারে, কিন্তু আমার আর দৌড়ানোর সাহস ছিল না। কিন্তু আমি তার ইশারায় দৌড়ে যাই এবং রান আউট হয়ে যাই।'
শচীন জানান, জীবনের প্রথম ম্যাচে মাত্র চার রান করে আউট হয়ে যাওয়ার পর ভীষণ কেদেছিলেন তিনি। শচীন বলেন, "এখনও খুব ভালো মনে আছে যে আমি রানআউট হয়েছিলাম এবং প্যাভিলিয়ন পর্যন্ত কাঁদতে কাঁদতে গিয়েছিলাম। আমি খুবই হতাশ ছিলাম কারণ এটা ছিল আমার প্রথম ম্যাচ এবং আমি আরও রান করতে চেয়েছিলাম।"
তিনি আরও বলেন, "আমাদের মুম্বাই টিম ম্যানেজার আব্দুল ইসমাইল আমাকে বুঝিয়েছিলেন যে আমার এখনো অনেক ম্যাচ খেলার আছে এবং আমি সেখানে রান করতে পারবো। এখান থেকেই আমি শিক্ষা নিয়ে এগিয়ে গিয়েছি এবং পরবর্তীতে অনেক রানও করেছি। আজ ৩৫ বছর পর এই মাঠে এসে ভীষণ আবেগাপ্লুত হয়ে গিয়েছি।"