অনন্য ডাবলসে ব্রাভোর পরই সাকিব
১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে অনেক রেকর্ডই পায়ে লুটিয়েছেন সাকিব আল হাসান। বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে তার তুলনা যেন তিনি নিজেই। সংক্ষিপ্ততম এই ফরম্যাটে নিজেকে আরও উপরে নিয়ে গেলেন সাকিব। বিশ্বের দ্বিতীয় অলরাউন্ডার হিসেবে টি-টোয়েন্টিতে ৬ হাজার রান ও ৪০০ উইকেট নেওয়ার দারুণ ডাবলসে নাম তুললেন অভিজ্ঞ এই ক্রিকেটার।
বৃহস্পতিবার এশিয়া কাপের সুপার ফোরে ওঠার লড়াইয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হয় বাংলাদেশ। এই ম্যাচে ২২ বলে ২৪ রানের ইনিংস খেলেন সাকিব। এই ইনিংস খেলার পথে অনন্য এই ডাবলে নাম উঠে যায় বাঁহাতি এই অলরাউন্ডারের। এই কীর্তিতে সাকিব দুই নম্বরে। বিশ্বের প্রথম অলরাউন্ডার হিসেবে টি-টোয়েন্টিতে ৬ হাজার রান ও ৪০০ উইকেটের রেকর্ড গড়েন ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো।
জিতলে সুপার ফোর, হারলে টুর্নামেন্ট থেকে বিদায়। স্বভাবতই চাপের বোঝা মাথায় নিয়ে মাঠে নামতে হয়েছিল অধিনায়ক সাকিবকে। শুরুতে রান তুলতে সংগ্রাম করতে হলেও সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে মানিয়ে নেন তিনি। যদিও সাবালীল হয়ে ওঠার পরপরই তার ইনিংস থেমে যায়। মাহেশ থিকশানার বলের লাইন মিস করে বোল্ড হন সাকিব।
এর আগেই টি-টোয়েন্টিতে ৬ হাজার রানের ক্লাবে নাম উঠে যাস সাকিবের। ৩৬৯ টি-টোয়েন্টিতে ২৩টি হাফ সেঞ্চুরিতে সাকিবের রান এখন ৬ হাজার ৯ রান। ৪০০ উইকেটের মাইলফলক অবশ্য বেশ আগেই পূর্ণ হয় তার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট মালিক সাকিব এই ফরম্যাটে উইকেট নিয়েছেন ৪১৯টি। ৬ হাজার রান ও ৪০০ উইকেটের ডাবলসের রেকর্ড গড়া ব্রাভো সাকিবের চেয়ে এগিয়ে। ৫৪৯ ম্যাচে ৬ হাজার ৮৭১ রানের পাশাপাশি ডানহাতি এই অলাউন্ডার উইকেট নিয়েছেন ৬০৫টি।
টি-টোয়েন্টিতে ৬ হাজার রানের ভেতর ২ হাজার ৪৫ রান জাতীয় দলের হয়ে করেছেন সাকিব। বাকি ৩ হাজার ৯৬৪ রান এসেছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি ম্যাচ থেকে। এ ছাড়া ৪১৯ উইকেটের মধ্যে ১২২টি জাতীয় দলের হয়ে নিয়েছেন সাকিব। বাকি ২৯৭ উইকেট নিয়েছেন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টিতে পেয়েছেন বাঁহাতি এই স্পিনার।