আমেরিকায় অর্ধ কোটি টাকার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ইমরুলদের মিশিগান চিতা
মোটর সিটি চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে মিশিগান চিতা। ডেট্রয়েট সিটির লাস্কি স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। শিরোপার লড়াইয়ে ফরহাদ রেজার বাংলাদেশ টাইগার্স অব ইউএসএ-কে ২৬ রানে হারায় মিশিগান চিতা।
বৈরী আবহাওয়ার কারণে ম্যাচের দৈর্ঘ্য কমানো হয়, ১০ ওভারে নেমে আসে টি-টোয়েন্টি ম্যাচটি। প্রথমে ব্যাটিং করে ১০ ওভারে ৮ উইকেট ৯২ রান তোলে মিশিগান চিতা। জবাবে ৮ উইকেটে ৬৬ রানে থামে বাংলাদেশ টাইগার্সের ইনিংস।
অলরাউন্ডিং পারফরম্যান্সে ম্যাচ সেরার পুরস্কার জেতেন মিশগান চিতার আরিফুল হক। ফাইনালের সেরা বোলারের পুরস্কার জেতেন মোফাচ্ছির আলী এবং সেরা ব্যাটম্যান হন তৌকির খান। পরে জমকালো আয়োজনে পুরস্কার বিতরণ করা হয়।
জমকালো আয়োজনে গত ১ সেপ্টেম্বর টুনামেন্টটি শুরু হয়। দুটি ভেন্যুতে অনুষ্ঠিত পাঁচ দিনের এই আসরটিতে ১০টি দল অংশ নিয়েছিল। আমেরিকার বিভিন্ন রাজ্যের ৯টি এবং ইংল্যান্ড থেকে একটি দল অংশ নেয় টুর্নামেন্টটিতে।
আসরটিতে বিভিন্ন ক্লাবের হয়ে খেলেছেন নাসির হোসেন, সোহরাওয়ার্দী শুভ, আবু জায়েদ রাহি, পিনাক ঘোষ, কামরুল ইসলাম রাব্বি, ফরহাদ রেজা, নাদিফ চৌধুরী, সাবেক পেসার তাপস বৈশ্য, ইমরুল কায়েস, আরিফুল হকরা। টুর্নামেন্টের প্রাইজমানি ছিল ৫৫ হাজার ডলার (৫২ লাখ ২২ হাজার ৯৮১ টাকা)।