ভারতও উড়ে গেল, গ্রুপ সেরা হয়ে সেমিতে বাংলাদেশ
কখনও জয়ের স্বাদ মেলেনি, এমন দলের বিপক্ষে বাড়তি একটা চাপ থাকেই। ভারতের বিপক্ষে সেই চাপ ছিল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলেরও। কিন্তু এদিন ম্যাচের শুরু থেকেই দুর্বার বাংলাদেশের মেয়েরা। দারুণ ফুটবলে ভারতকে পাত্তাই দিলেন না তারা। তাতে ভারতের বিপক্ষে মিললো পরম আরাধ্যের জয়। এই প্রথম দলটির বিপক্ষে জয় পেলো বাংলাদেশ।
মঙ্গলবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে 'এ' গ্রুপের ম্যাচে ভারতকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। দুই জয়েই মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনাল নিশ্চিত হয়েছিল বাংলাদেশের। ভারতের বিপক্ষে পাওয়া জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেরা চারে পা রাখলেন সাবিনা-কৃষ্ণারা। অসাধারণ এই জয়ে দলের হয়ে জোড়া গোল করেন সিরাত জাহান স্বপ্না। বাকি গোলটি করেন কৃষ্ণা রানী সরকার।
চলতি সাফ চ্যাম্পিয়নশিপে অপ্রতিরোধ্য হয়ে উঠেছে বাংলাদেশ। প্রতি ম্যাচে প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসালেও এখন পর্যন্ত নিজেরা কোনো গোল হজম করেনি। প্রথম ম্যাচে অধিনায়ক সাবিনা খাতুনের জোড়া গোলে মালদ্বীপকে ৩-০ গোলে হারায় বাংলাদেশ। পরের ম্যাচে পাকিস্তানকে নিয়ে ছেলেখেলা করা বাংলাদেশ তুলে নেয় ৬-০ গোলের বড় জয়, হ্যাটট্রিক করেন সাবিনা। এবার ভারতও শিকারে পরিণত হলো বাংলাদেশের।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল বাংলাদেশ। সপ্তম মিনিটে মিলে যায় প্রথম জালের দেখা। যদিও ফাউলের কারণে গোলটি বাতিল রেফারি। এরপর আরও উজ্জীবিত হয়ে খেলতে থাকেন গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। ১২তম মিনিটেই গোল আদায় করে নেয় বাংলাদেশ। সাবিনার যোগান থেকে বল পেয়ে যান ডি-বক্সে থাকা কৃষ্ণা। তার বাড়ানো বলে দারুণ প্লেসিং শটে জালের ঠিকানা করে নেন স্বপ্না।
২২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। শিউলি আজিমের থ্রোয়ের বল নিয়ে কৃষ্ণা প্রথমে স্বপ্নাকে দেন। স্বপ্না আবার বাড়ান কৃষ্ণাকে। এরপর অসাধারণ শটে বল জালে জড়ান কৃষ্ণা। ম্যাচের ৩১ ও ৩৬তম মিনিটে সানজিদা ও মনিকার ভুলে গোলের দেখা পায়নি বাংলাদেশ। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।
বিরতি থেকে ফিরে আবারও ভারতকে চেপে ধরে বাংলাদেশ। সাফল্য পেতে এবারও বেশি দেরি হয়নি। ৫৩তম মিনিটে সাবিনার থ্রু পাস থেকে বল পেয়ে গোলরক্ষককে ফাঁকি দিয়ে নিজের দ্বিতীয় ও দলের পক্ষে তৃতীয় গোলটি করেন। ম্যাচের বাকি সময়ে সম্ভাবনা জাগালেও কোনো দলই তা গোলে পরিণত করতে পারেনি। ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী শুক্রবার ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ।