সৌদি ক্লাবের ২৪২ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়ে দিলেন রোনালদো!
এবারের গ্রীষ্মেই ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার জন্য আঁটঘাট বেঁধে চেষ্টা চালিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। একাধিক ক্লাব, নানা রকম অফার এবং প্রত্যাখান মিলিয়ে পর্তুগিজ তারকার ম্যানইউ ছাড়া নিয়ে কম নাটক হয়নি। কিন্তু এবার ২৪২ মিলিয়ন ইউরোর প্রস্তাব পেয়ে তা নিজেই ফিরিয়ে দিলেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা!
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, সম্প্রতি সৌদি আরবের ক্লাব আল-হিলাল ক্রিস্টিয়ানো রোনালদোকে ২৪২ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিল। এই চুক্তি স্বাক্ষর করলেই রোনালদো হতে পারতেন ইতিহাসের সবচেয়ে দামি ফুটবলার! কিন্তু সোমবার বিকেলে সৌদি ক্লাবটির এ প্রস্তাব ফিরিয়ে দেন ৩৭ বছর বয়সী এই ফরোয়ার্ড।
সৌদি আরবের শীর্ষ লিগের প্রথম সারির ক্লাব 'আল-হিলাল'-এ আগে থেকেই খেলছেন লুসিয়ানো ভিয়েত্তো, আলভারো গঞ্জালেস, ডেভিড অসপিনা, সান্তি মিনা ও আলভারো মেদরানের মতো ফুটবলাররা। একই শিবিরে ক্রিস্টিয়ানো রোনালদোকেও ভেড়াতে চেয়েছিল সৌদি ক্লাবটি।
আল-হিলাল রোনালদোকে দুই মৌসুমের জন্য খেলার প্রস্তাব দিয়েছিল এবং প্রতি মৌসুমে বার্ষিক ১২১ মিলিয়ন ইউরো দেওয়ার প্রস্তাব করেছিল। কিন্তু তাদের সেই আশায় জল ঢেলে দিয়েছেন রোনালদো। জানা গেছে, আপাতত ম্যানচেস্টার ইউনাইটেডেই থাকার পরিকল্পনা রোনালদোর।
ওল্ড ট্র্যাফোর্ড ছেড়ে এমন একটি ক্লাবে যাওয়ার চেষ্টা করেছিলেন রোনালদো, যারা চ্যাম্পিয়নস লিগে খেলতে পারবে। রোনালদো মনে করেন, ম্যানচেস্টার ইউনাইটেডে খেলাটা তিনি আর উপভোগ করতে পারছেন না, কিন্তু তবুও ইউরোপেই থাকতে চাইছেন রোনালদো।
কিন্তু ম্যানইউতেও নির্মম সত্যের মুখোমুখি হতে হচ্ছে রোনালদোকে। কোচ হিসেবে টেন হ্যাগ দায়িত্ব নেওয়ার পর থেকে প্রায়ই বেঞ্চে থাকতে হচ্ছে রোনালদদোকে। টেন হ্যাগের পরিকল্পনায় মূল একাদশে রোনালদোর জায়গা পাওয়া বেশ কঠিনই মনে হচ্ছে। এটিও পর্তুগিজ তারকার হতাশার অন্যতম কারণ।
গত জুলাইয়ে অ্যাতলেতিকো মাদ্রিদ, মার্শেই, স্পোর্টিং লিসবন, এমনকি নাপোলির সঙ্গেও কথা চালিয়ে গেছেন রোনালদো। কিন্তু এই ক্লাবগুলোর কোনোটির সঙ্গেই চুক্তিতে আসতে পারেননি তিনি। তাই শেষ পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডে থাকাকেই বেছে নিতে হয়েছে রোনালদোকে।
সূত্র: মার্কা