টেন হাগকেই রেখে দিল ইউনাইটেড, চুক্তির মেয়াদ ২০২৬ পর্যন্ত
গুঞ্জন ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের পদে আর থাকছেন না এরিক ট্যান হাগ। গত মৌসুমে এফএ কাপ ফাইনালের আগেই তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ইউনাইটেড, এমনটাই জানিয়েছিল ব্রিটিশ গণমাধ্যম।
এফএ কাপ ফাইনালে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে ইউনাইটেড চ্যাম্পিয়ন হওয়ার পরই পাশার দান উলটে যায়। টেন হাগকে রেখে দেওয়ার সম্ভাবনা দেখা দেয়। শেষ পর্যন্ত যা সত্যি হলো। ডাচ এই কোচের সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত চুক্তি বাড়িয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড।
২০১৩ সালে সর্বশেষ লিগ শিরোপা জেতা ইউনাইটেড টেন হাগের অধীনেও প্রিমিয়ার লিগে ভালো করতে পারেনি। ২০২২–২৩ মৌসুমে তৃতীয় হলেও ২০২৩–২৪ শেষ করে অষ্টম স্থানে থেকে। অবশ্য এফএ কাপ জেতার মাধ্যমে আগামী মৌসুমের ইউরোপা লিগে খেলা নিশ্চিত করেছে রেড ডেভিলরা। এর আগে প্রথম মৌসুমে লিগ কাপ জিতেছিলেন টেন হাগ।
দুই মৌসুমে দুটি ট্রফি জেতা টেন হাগ ক্লাবের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে বলেন, 'ক্লাবের সঙ্গে কাজ চালিয়ে যেতে পেরে আমি খুবই আনন্দিত। গত দুই বছরের দিকে তাকালে দেখা যাবে, যে পরিস্থিতিতে আমি দায়িত্ব নিয়েছিলাম, সেখান থেকে উন্নতির দিকে আছি আমরা, আছে দুটি ট্রফি জেতার গৌরব।'
চুক্তির মেয়াদ বাড়িয়ে এই ডাচ কোচ আরও বলেছেন, ম্যানচেস্টার ইউনাইটেডকে ইংল্যান্ড ও ইউরোপের ফুটবলে সাফল্য এনে দেওয়ার লক্ষ্যের কথা, 'আমাদের অবশ্যই মেনে নিতে হবে যে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রত্যাশার মানে পৌঁছাতে এখনো অনেক কঠোর পরিশ্রম করা বাকি, যার অর্থ, ইংলিশ ও ইউরোপিয়ান ট্রফির জন্য লড়াই করা।'