‘আমার বিশ্বাস মেয়েরা গেম থেকে হারাবে না’
মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগেরদিন বাংলাদেশের কোচ গোলাম রব্বানী ছোট বলেছেন, 'লক্ষ্যের দ্বারপ্রান্তে পৌঁছে গেছি আমরা। কাল আরেকটি দিন, অন্য দিন। মেয়েরা ইতিহাস সৃষ্টি করার চেষ্টা করবে।' এই বিশ্বাস বুকে ধারণ করে একই সুরে অধিনায়ক সাবিনা খাতুন জানিয়েছেন, তার বিশ্বাস মেয়েরা খেলায় নিজেদের ছন্দেই থাকবে।
নেপালের বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামার আগে দলের প্রতি কোচ ও অধিনায়কের এমন আস্থার কারণ এবারের সাফে বাংলাদেশের দুর্বার পারফরম্যান্স। শুরু থেকে এখন পর্যন্ত হার না মানার গল্প লিখে এসেছে বাংলাদেশ। গত কয়েক বছর ধরেই দারুণ ফুটবল খেলে আসা দলটি এবারের সাফে অপ্রতিরোধ্য হয়ে উঠেছে।
প্রতি ম্যাচেই প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসিয়েছেন সাবিনা, সিরাত, কৃষ্ণারা। চার ম্যাচে বাংলাদেশ গোল করেছে ২০টি, হজম করেনি একটিও। দাপুটে শুরুর পর্বে মালদ্বীপকে ৩-০ গোলে হারায় বাংলাদেশ। পরের ম্যাচে পাকিস্তানকে রীতিমতো উড়িয়ে দেয় বাংলাদেশের মেয়েরা। ৬-০ গোলে জিতে সেমি-ফাইনালে এক পা দিয়ে রাখে তারা।
ভয় ছিল ভারতকে নিয়ে। আগের সব সাক্ষাতে হার সঙ্গী হওয়ায় স্বস্তিতে থাকার উপায় ছিল না। কিন্তু এবার আর একই গল্প নয়। ভারতকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে পা রাখে বাংলাদেশ। ফাইনালে ওঠার লড়াইয়ে আরও শক্তিশালী বাংলাদেশের দেখা মেলে। ভুটানকে ৮-০ গোলে হারিয়ে ফাইনালের টিকেট কাটে তারা।
দুর্বার এই পথচলায় যোগ্য নেতার মতোই সামনে থেকে পথ দেখিয়েছেন সাবিনা। দুটি হ্যাটট্রিকসহ চার ম্যাচে ৮ গোল করেছেন বাংলাদেশের অধিনায়ক। যা এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ। দলের মতো নিজেও দুর্বার গতিতে ছুটছেন তিনি। ফাইনালেও একই লক্ষ্য বাংলাদেশের হয়ে ৩২ গোল করা সাবিনার।
তবে ফাইনাল বলে চাপ থাকবে, সেটা জানা আছে সাবিনার। যদিও তার বিশ্বাস, চাপ ছুঁতে পারবে না মেয়েদের। পুরো আসরের মতো ফাইনালেও স্বাভাবিক খেলা খেলবেন তারা। সাফে ২২টি গোলে মালিক সাবিনা বলেন, 'দলকে একটা কথাই বলেছি, যেহেতু ফাইনাল, সেহেতু যেকোনো কিছুই হতে পারে।'
'আমার বিশ্বাস মেয়েরা গেম থেকে হারাবে না। তারা এখন পরিণত। মারিয়া-মনিকাদের বয়স এখন আর ১৪-১৫ বছর নেই। তারা এখন বড় হয়েছে এবং বুঝতে পারে, গেম ধরতে পারে। আমার মনে হয় কোনো চাপ মেয়েদের ভেতরে থাকবে না, তারা স্বাভাবিক খেলাটাই খেলবে।' যোগ করেন তিনি।
দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিক নেপালের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ম্যাচটি আজ বাংলাদেশ সময় বিকাল সোয়া পাঁচটায় শুরু হবে। নেপালকে হারাতে পারলে প্রথমবারের মতো সাফে চ্যাম্পিয়নের মুকুট জিতবে বাংলাদেশের মেয়েরা।