রুদ্ধশ্বাস ম্যাচে আমিরাতকে হারালো নেদারল্যান্ডস
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দিনেই দুটি অঘটনের স্বাক্ষী হতে পারতো ক্রিকেট দুনিয়া। শ্রীলঙ্কার পর অঘটনের শিকার হতে পারতো নেদারল্যান্ডসও। ছোট লক্ষ্য পাড়ি দিতে নেমে নেদারল্যান্ডস যেভাবে এগোচ্ছিল, মনে হচ্ছিল আমিরাতের মুখেই শেষ হাসি উঠবে। যদিও শেষ পর্যন্ত তা হয়নি। রুদ্ধশ্বাস ম্যাচে আমিরাতের বিপক্ষে জয় তুলে নিয়েছে কমলারা।
রোববার ভিক্টোরিয়ার দক্ষিণ জিলংয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডের 'এ' গ্রুপের ম্যাচে আরব আমিরাতকে ৩ উইকেটে হারিয়েছে নেদারল্যান্ডস। এর আগে উদ্বোধনী ম্যাচে ইতিহাস গড়ে নামিবিয়া। রূপকথার গল্প লেখার ম্যাচে শ্রীলঙ্কাকে ৫৫ রানের বড় ব্যবধানে হারিয়ে দেয় আফ্রিকার দেশটি।
টস জিতে আগে ব্যাটিং করতে নামে আরব আমিরাত। নেদারল্যান্ডসের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ওপেনার মোহাম্মদ ওয়াসিম ছাড়া কেউ-ই রান করতে পারেননি। ৮ উইকেটে ১১১ রান তোলে আমিরাত্ ছোট এই লক্ষ্য পাড়ি দিতে নেমেই ঘাম ছুটে যায় ডাচদের। ১ বল বাকি থাকতে ৩ উইকেটের জয় নিশ্চিত হয় স্কট এডওয়ার্ডসের দলের। দুই দলের কেউ-ই টি-টোয়েন্টিসুলভ ব্যাটিং করতে পারেনি।
লক্ষ্য তাড়া করতে নামা নেদারল্যান্ডসের কোনো ব্যাটসম্যানই ৩০ রানের গন্ডি পেরোতে পারেননি। সর্বোচ্চ ২৩ রানের ইনিংস খেলেন ম্যাক্স ও'দাউদভ। এ ছাড়া বিক্রমজিৎ সিং ১০, বাস ডে লেডে ১৪, কলিন অ্যাকারম্যান ১৭, স্কট এডওয়ার্ডস ১৬ ও টিম প্রিঙ্গল ১৫ রান করেন। আমিরাতের পেসার জুনায়েদ সিদ্দিক সর্বোচ্চ ৩টি উইকেট নেন। এ ছাড়া বাসিল, আয়ান, কার্তিক ও জাহুর একটি করে উইকেট নেন।
এর আগে ব্যাটিং করা আমিরাতের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন ওয়াসিম। ৪৭ বলে একটি চার ও ২টি ছক্কায় ৪৪ রান করেন তিনি। এ ছাড়া চিরাগ সুরি ১২, কাশিফ দাউদ ১৫ ও ভ্রিত্য অরবিন্দ ১৮ রান করেন। বাকিদের কেউ দুই অঙ্কের রান করতে পারেননি। নেদারল্যান্ডসের বাস ডে লেডে ৩টি ও ফ্রেড ক্লাসেন ২টি উইকেট নেন। একটি করে উইকেট পান প্রিঙ্গল ও ফন ডার মার্ভে।