স্বপ্নের তিন ডেলিভারিতে ব্রেট লি-রাবাদাদের পাশে মিয়াপ্পান
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ার বেশি দিনের নয়, গত বছর আয়ারল্যান্ডের বিপক্ষে সংক্ষিপ্ততম ফরম্যাটে অভিষেক হয় কার্তিক মিয়াপ্পানের। এরপর ১২টি টি-টোয়েন্টি খেলেছেন সংযুক্ত আরব আমিরাতের এই লেগ স্পিনার। ১৩তম ম্যাচ খেলতে নেমে দেশের হয়ে ইতিহাস গড়ে ফেললেন তিনি। আরব আমিরাতের প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টিতে হ্যাটট্রিকের কীর্তি গড়েছেন ভারতের চেন্নাইয়ে জন্ম নেওয়া মিয়াপ্পান।
তার হাত ধরে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখলো প্রথম হ্যাটট্রিক। মঙ্গলবার ভিক্টোরিয়ার জিলংয়ে প্রথম রাউন্ডের 'এ' গ্রুপের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টানা তিন বলে উইকেট নিয়ে স্বপ্নের হ্যাটট্রিক পূরণ করেন মিয়াপ্পান।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এটা পঞ্চম হ্যাটট্রিক। ২২ বছর বয়সী মিয়াপ্পানের নাম বসে গেছে অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্রেট লি, কার্টিস ক্যাম্পার, ভানিন্দু হাসারাঙ্গা, কাগিসো রাবাদাদের পাশে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটা ৩৯তম হ্যাটট্রিক। হাসারাঙ্গার পর দ্বিতীয় লেগ স্পিনার হিসেবে বিশ্বকাপে হ্যাটট্রিকের মালিক হলেন মিয়াপ্পান।
হ্যাটট্রিক করার পথে ভানুকা রাজাপাকসে, চারিথ আসালাঙ্কা ও লঙ্কান অধিনায়ক দাসুন শানাকার উইকেট নেন মিয়াপ্পান। তার করা অফ স্টাম্পের বাইরের ডেলিভারিতে ব্যাট চালিয়ে ডিপ কভারে ধরা পড়েন রাজাপাকসে। পরের ডেলিভারিটি গুগলি করে আসালাঙ্কাকে বোকা বানান আমিরাতের লেগ স্পিনার। পরের বলটিও গুগলি, ভেঙে যায় শানাকার স্টাম্প।
টি-টোয়েন্টি এবং এই ফরম্যাটের বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক করেন ব্রেট লি। সাবেক অজি তারকা পেসার ২০০৭ বিশ্বকাপে বাংলাদেশের সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা ও অলোক কাপালিকে আউট করে টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক গড়ার রেকর্ডের পাতা খোলেন।
এর পর কয়েকটি আসরে হ্যাটট্রিকের দেখা মেলেনি। গত বছরে সংযুক্ত আরব আমিরাতে তিনটি হ্যাটট্রিক হয়। নেদারল্যান্ডসের বিপক্ষে হ্যাটট্রিকসহ চার বলে চার উইকেট নেন আয়ারল্যান্ডের পেসার কার্টিস ক্যাম্পার। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্রীলঙ্কার ভানিন্দু হাসারাঙ্গা ও ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা হ্যাটট্রিক করেন। এবার সেই তালিকায় নাম তুললেন মিয়াপ্পান।