গাঙ্গুলি অধ্যায় শেষ, বিসিসিআইয়ের নতুন সভাপতি রজার বিনি
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি পদে সৌরভ গাঙ্গুলি থাকছেন না, এটা এক প্রকার নিশ্চিত হয়েই ছিল। বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতার। সেটাও মঙ্গলবার হয়ে গেল। বিসিসিআইয়ে গাঙ্গুলি অধ্যায়ের শেষ হচ্ছে, নতুন সভাপতি হলেন রজার বিনি। বিসিসিআইয়ের ৩৬তম সভাপতি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন সাবেক এই ক্রিকেটার।
মঙ্গলবার মুম্বাইয়ে বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এই সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটির সভাপতি নির্বাচিত হন দেশটির হয়ে ২৭ টেস্ট ও ৭২ ওয়ানডে খেলা ৬৭ বছর বয়সী রজার বিনি।
সভাপতি পদে পরিবর্তন এলেও সচিব হিসেবে জয় শাহই রয়ে গেছেন। টানা দ্বিতীয় মেয়াদে সচিব হিসেবে পুনঃনির্বাচিত হলেন তিনি। কোষাধ্যক্ষ পদে পরিবর্তন এসেছে। অরুন ধুমালের জায়গায় এই দায়িত্ব পেয়েছেন আশিস শেলার। সহ-সভাপতি পদে পুনঃনির্বাচিত হয়েছেন আইপিএলের সাবেক চেয়ারম্যান রাজিব শুক্লা এবং যুগ্ম সচিব হয়েছেন দেবজিত সাইকিয়া। এদের সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সভাপতি নির্বাচিত হলেও এখনই দায়িত্ব পাচ্ছেন না ১৯৮৩ বিশ্বকাপ জয়ী দলের সদস্য রজার বিনি। সাবেক এই অলরাউন্ডার দায়িত্ব নেবেন আগামী বছর ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের আগে।
২০১৯ সালে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব নেন গাঙ্গুলি। ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ককে এই পদ থেকে সরিয়ে দেওয়ার পেছনে রাজনৈতিক প্রভাব দেখছে তৃণমূল কংগ্রেস।
চলতি মাসের শুরুর দিকে বিসিসিআইয়ের সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটরদের সভায় বোর্ড প্রধানের পদের জন্য সৌরভের নাম প্রস্তাব করা হয়নি বলে খবর প্রকাশ করে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। গাঙ্গুলি বিজেপিতে যোগ না দেওয়ার কারণেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস।