বিশ্বকাপের আসরে বিক্রি না হওয়া বিয়ারের বোতল যাবে চ্যাম্পিয়ন দেশে
কাতারে ফিফা বিশ্বকাপ আসরে অবিক্রিত বিয়ার বোতল বিজয়ী দেশের ফুটবল ভক্তদের কাছে পাঠানোর ঘোষণা দিয়েছে মার্কিন বিয়ার ব্র্যান্ড বাডভাইজার। খবর সিবিসি নিউজের।
শুরুতে আয়োজকদের পক্ষ থেকে স্টেডিয়ামের নির্দিষ্ট স্থানে অ্যালকোহল ও বিয়ার জাতীয় পানীয় বিক্রির অনুমোদন দেওয়া হয়। কিন্তু উদ্বোধনী আয়োজনের মাত্র দুদিন আগে শুক্রবার বিশ্বকাপ চলাকালে স্টেডিয়াম ও আশেপাশে বিয়ার ও অ্যালকোহল পানীয় বিক্রি নিষিদ্ধ ঘোষণা করে আয়োজনকারী দেশ কাতার। জানা যায় রাজপরিবার থেকে আসা চাপের কারণেই সিদ্ধান্ত বদলায় মুসলিম এই দেশ।
কিন্তু ঘোষণা আসার আগেই কাতারের ওয়্যারহাউজগুলো ভরে গেছে বাডভাইজারের বিয়ার কেসে।
নিষেধাজ্ঞার মুখে তাই নতুন পরিকল্পনার কথা জানিয়েছে বাডভাইজার। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক ঘোষণায় তারা জানায় বিজয়ী দেশ এই বিয়ারগুলো পাবে।
তবে কী পরিমাণে বিয়ার পাঠানো হবে এবং কীভাবে পাঠানো হবে সেসব এখনো খোলাসা করেনি প্রতিষ্ঠানটি। ১৮ ডিসেম্বর ফাইনালের সময়ই বিস্তারিতভাবে সব জানানো হবে বলে জানিয়েছে তারা।
তবে বাডভেইজার এখনো কাতারের স্টেডিয়ামগুলোতে তাদের অ্যালকোহলমুক্ত পানীয় 'বাড জিরো' বিক্রি করতে পারবে বলে জানিয়েছে ফিফা।
১৯৮৬ সাল থেকেই প্রতিষ্ঠানটি বিশ্বকাপে স্পন্সর হিসেবে থাকছে। এবারের বিশ্বকাপেও ফিফার সঙ্গে তাদের ৭৫ মিলিয়ন ডলারের চুক্তি হয়। ইয়াহু স্পোর্টসের প্রতিবেদন অনুসারে, ক্ষতিপূরণ হিসেবে আগামী ২০২৬ সালের জন্য ফিফার কাছে ৪৮.২ মিলিয়ন ডলার পর্যন্ত ছাড় চাওয়ার পরিকল্পনা করছে বাডভাইজার।
তবে কাতারই প্রথম নয়, এর আগে ২০১৪ সালে ব্রাজিলে বিশ্বকাপ আয়োজনেও স্টেডিয়ামে অ্যালকোহল বিক্রিতে বিধিনিষেধ আরোপিত হয়।