তাসকিনের বিশ্বকাপ খেলা নিয়ে বাংলাদেশ দলে দুশ্চিন্তা
জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামে টানা তিন টি-টোয়েন্টি খেলার পর মিরপুরেও চতুর্থ ম্যাচ খেলেন তাসকিন। এই ম্যাচ খেলেই বিপদে পড়তে হয়েছে ডানহাতি এই পেসারকে। ম্যাচটি খেলার সময় ব্যথা পান তিনি। যে ব্যথা আজ আরও বাড়ে। এ কারণেই শেষ ম্যাচের একাদশে ছিলেন না তিনি।
পরে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী জানান, সাইড স্ট্রেইনে চোট পেয়েছেন তাসকিন। চোটের পর্যায় নিয়ে কিছু বলেননি তিনি। তাসকিনের চোট কতোটা গুরুতর, সেটা জানালেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তার বক্তব্যে জাগছে শঙ্কা, প্রশ্ন উঠছে তাসকিন বিশ্বকাপ খেলতে পারবেন তো!
পরবর্তী রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত বলা যাবে জানিয়ে নাজমুল হাসান বলেন, ''দুই থেকে তিন সপ্তাহ হয়তো বিরতি দেবে। যদি দুই সপ্তাহ হয়, তাহলে কী করব, তিন সপ্তাহ হলে কী করব…দরকার পড়লে আমরা ইউএসএ ডাক্তারের সঙ্গে কথা বলব।'
তাসকিন নিজেও শঙ্কায়। তার মতে বিশ্বকাপ খেলার সম্ভাবনা ফিফটি-ফিফটি। রোবার মাঠ থেকে বের হওয়ার সময় চোট নিয়ে প্রশ্ন করা হলে তাসকিন, 'এখনও কিছু বলা যাচ্ছে না। পুরো রিপোর্টটা এলে বলা যাবে। ব্যথা আছে, ফিফটি-ফিফটি।'