পোল্যান্ডের বিপক্ষে আজ চমক দেখাতে পারবে সৌদি আরব?
ঘোষণা দিয়ে চমক দেখিয়েছে সৌদি আরব। নিজেদের প্রথম ম্যাচে অবিশ্বাস্য কিছু করে আর্জেন্টিনাকে চমকে দেওয়ার ইচ্ছার করা জানিয়েছিলেন দলটির ফরাসী কোচ হার্ভে নেরার্ড। গুরুর কথা মাঠে বাস্তবায়ন করেন ফুটবলাররা। লিওনেল মেসি, ডি মারিয়া হতাশায় ডুবিয়ে ২-১ গোলের ঐতিহাসিক জয় তুলে নেয় মধ্যপ্রাচ্যের দেশটি।
দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে আত্মবিশ্বাসের চূড়ায় উঠে যাওয়া সৌদি আরবের দৃষ্টি পরের রাউন্ডে। এ পথে তাদের প্রতিপক্ষ পোল্যান্ড। বাংলাদেশ সময় আজ সন্ধ্যা সাতটায় এডুকেশন সিটি স্টেডিয়ামে রবার্ট লেভানডোভস্কির দলের মুখোমুখি হবে সৌদি। আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করায় এই ম্যাচেও সৌদিকে নিয়ে বড় আশা। তারা কি পারবে আরেকটি চমক উপহার দিতে?
দারুণ ছন্দে থাকলেও এই প্রশ্নের উত্তরে ইতিবাচক কিছু মিলছে না। বিশ্বকাপে প্রথমবারের মতো পোল্যান্ডের মুখোমুখি হচ্ছে সৌদি আরব। তবে দলটির বিপক্ষে খেলার অভিজ্ঞতা আছে তাদের, যদিও নেই সাফল্য। এর আগে পোল্যান্ডের বিপক্ষে চারটি প্রীতি ম্যাচ খেলে একটি ম্যাচেও জিততে পারেনি সৌদি। এমনকি ড্র-ও করতে পারেনি তারা, সবগুলো ম্যাচ জিতেছে পোলিশরা।
যদিও আর্জেন্টিনা ম্যাচের মতো এই ম্যাচেও আগের রেকর্ডে চোখ দিচ্ছে না তারা। আবার আর্জেন্টিনার বিপক্ষে জিতে আকাশেও উড়ছে না কাতার বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের জন্ম দেওয়া দলটি। তাদের কোচ রেনার্ড জানিয়েছেন, প্রথম ম্যাচ জিতে কিছুই বদলে যায়নি তাদের। এখনও তারা টুর্নামেন্টের দুর্বল দল।
ফরাসী এই কোচ বলেছেন, 'কোনো কিছুই পরিবর্তন হয়নি। র্যাঙ্কিং ও অভিজ্ঞতার দিকে আমরা এখনও গ্রুপের সবচেয়ে তলানির দল। তাই আমাদের মনে কোনো পরিবর্তন আসেনি কিংবা বিশ্বকাপের ফেভারিটদের নিয়ে ভাবনা নিয়েও। আমরা জানি, আমরা কোথা থেকে এসেছি এবং নম্রতা ধরে রাখব। কারণ যদি আমরা তা করতে না পারি, তাহলে আগামীকাল (আজ) ভালো একটি ম্যাচ খেলতে পারব না।'
কোচ তলানির দল বললেও 'সি' গ্রুপের শীর্ষ দল সৌদি আরবই। প্রথম ম্যাচ জিতে ৩ পয়েন্ট নিয়ে সবার উপরে তারা। নিজেদের প্রথম ম্যাচে ড্র করা পোল্যান্ড ও মেক্সিকো যথাক্রমে দুই ও তিন নম্বরে আছে। প্রথম ম্যাচে হারা আর্জেন্টিনা গ্রুপের চার নম্বর। আজকের ম্যাচে পোল্যান্ডকে হারাতে পারলে শেষ ষোলো অনেকটাই নিশ্চিত হয়ে যাবে সৌদি আরবের।
পোল্যান্ডের বিপক্ষে জিতলে সৌদি আরবের পয়েন্ট হবে ৬, পোল্যান্ডের পয়েন্ট একই থেকে যাবে। সেটা হলে পরের রাউন্ডে যাওয়ার আশা ফিঁকে হয়ে যাবে তাদের। কারণ শেষ ম্যাচে জিতলেও তাদের পয়েন্ট হবে চার। শেষ ম্যাচে জয়ের কথা ভাবার পাশাপাশি প্রতিপক্ষের নামটিও মাথায় রাখতে হবে তাদের। শেষ ম্যাচে তাদের লড়তে হবে আর্জেন্টিনার বিপক্ষে।
এই ম্যাচে তাই জয়েই দৃষ্টি মেক্সিকোর বিপক্ষে ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করা পোল্যান্ডের। জিতলে তাদের পয়েন্ট হবে চার, তালিকার শীর্ষ দল হবে তারাই। রাতে আর্জেন্টিনা-মেক্সিকো ম্যাচের আগ পর্যন্ত শীর্ষেই থাকবে তারা। আর্জেন্টিনা জিতলেও তারা এগিয়ে থাকবে এক পয়েন্টে। তবে মেক্সিকো জিতলে সমান পয়েন্ট হবে তাদের।
আবার সৌদির বিপক্ষে ড্র করলেও পিছিয়ে পড়বে পোল্যান্ড। কয়েক ঘণ্টার জন্য চার পয়েন্ট নিয়ে শীর্ষেই থেকে যাবে সৌদি। পোলিশদের পয়েন্ট হবে দুই, আর্জেন্টিনা-মেক্সিকো ম্যাচ ড্র না হলে তারা তিন নম্বর দল হয়ে যাবে। সব মিলিয়ে 'সি' গ্রুপের আজকের দুই ম্যাচের পর সমীকরণ একটু হলেও সহজ হবে।
ষষ্ঠবারের মতো বিশ্বকাপে অংশ নেওয়া সৌদি আরবের জন্য টানা দুটি ম্যাচ জেতার কাজটি অবশ্য বেশ কঠিন। যদিও এই অভিজ্ঞতা আছে তাদের। অভিষেকের আসর ১৯৯৪ বিশ্বকাপে হার দিয়ে শুরু করা দলটি গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে মরক্কো ও বেলজিয়ামকে হারিয়ে শেষ ষোলোতে ওঠে। এবারের আগে বিশ্বকাপে ওই দুটি জয়ই ছিল সৌদি আরবের ঝুলিতে। এরপর চারটি বিশ্বকাপে অংশ নিলেও কোনো ম্যাচ জিততে পারেনি তারা। এবার এসে চম জাগিয়ে সেই বৃত্ত ভেঙেছে আরব অঞ্চলের দেশটি।
যদিও ইউরোপের দলগুলোর বিপক্ষে বিশ্বকাপে তেমন সুবিধা করতে পারেনি সৌদি আরব। বিশ্ব আসরে ইউরোপীয় প্রতিপক্ষের বিপক্ষে আগের ১০টি ম্যাচের নয়টিতে হেরেছে সৌদি। একমাত্র জয়টি সেই ১৯৯৪ বিশ্বকাপে। যে ম্যাচে বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়ে পরের রাউন্ডের টিকেট কাটে তারা।
বিশ্বকাপে খেলার অভিজ্ঞতায় সৌদি আরবের চেয়ে অনেক এগিয়ে পোল্যান্ড। ৭০ এর দশকের শেষ পর্যন্ত বিশ্বকাপ বাছাই পর্বে অংশই নেয়নি তারা। সেখানে ১৯৩৮ সালে নিজেদের প্রথম বিশ্বকাপ খেলে পোল্যান্ড। যদিও পরের বিশ্বকাপ খেলতে দীর্ঘ ৩৬ বছর (১৯৭৪ বিশ্বাকাপ) অপেক্ষা করতে হয় তাদের। এই আসরে তৃতীয় হয় পোলিশরা।
এরপর ১২টি আসরের মধ্যে সাতটিতে খেলেছে পোল্যান্ড। এবার নিয়ে নবমবারের মতো বিশ্বকাপে খেলছে ইউরোপ অঞ্চলের দেশটি। এর মধ্যে তাদের সেরা সাফল্য তৃতীয় হওয়া, ১৯৮২ বিশ্বকাপে দারুণ ফুটবল খেলে সেমি-ফাইনালে ওঠে দলটি। এবার নিয়ে তৃতীয়বারের মতো এশিয়ান প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ খেলতে যাচ্ছে পোল্যান্ড। আগের দুই ম্যাচে একটিতে জয় এবং একটিতে হারে তারা।
আজকের ম্যাচে দুই দলের সম্ভাব্য লাইন আপ:
সৌদি আরব: (৪-৩-৩) আল-ওয়াইস (গোলরক্ষক), আল-বালিহি, বুরাইক, আলতাম্বাকতি, আবদুলহামিদ, কান্নো, মালকি, ফারাজ, আল-দাওসারি, আল-শেহরি ও আল-বুরাইকান।
পোল্যান্ড: (৪-২-৩-১): শেজনি (গোলরক্ষক), ক্যাশ, গ্লিক, বেরেশিন্সকি, কিভিওর, ক্রিচোভিয়াক, শিমান্সকি, জিয়েলিন্সকি, জালেভস্কি, কামিন্সকি ও লেভানডোভস্কি।