সৌদি আরবের ক্লাব থেকে বছরে ৮০০ কোটি টাকার প্রস্তাব রোনালদোকে
বেশ ঘটনাবহুল দুই সপ্তাহ কেটে গেল ক্রিশ্চিয়ানো রোনালদোর জীবনে। পিয়ার্স মরগানকে দেয়া সাক্ষাৎকারের পর একের পর এক খবরের শিরোনাম হয়েছেন পর্তুগিজ মহাতারকা। এবার তাকে নিয়ে শোনা যাচ্ছে নতুন গুঞ্জন। বিশ্বকাপের পর সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দিতে পারেন তিনি!
ক্লাবকে করা সমালোচনার জেরে রোনালদোর সঙ্গে থাকা চুক্তি বাতিল করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। পারস্পারিক সমঝোতার ভিত্তিতে সিদ্ধান্তটি নেয়া হয় বলে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। বিশ্বকাপের পর তাই ক্লাব ফুটবলে ফিরে রোনালদো কোথায় খেলবেন সেটি নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। সেই তালিকায় যুক্ত হয়েছে সৌদি আরবের ক্লাব আল নাসের।
বয়সের কোঠা ৩৮ ছুঁই ছুঁই করলেও নিজেকে এখনও যথেষ্ট ফিট বলে দাবি করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ইউরোপের শীর্ষ সারির ফুটবলে আরো কিছুদিন খেলার ইচ্ছাও পোষণ করেছেন বেশ কয়েকবার। ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি বাতিলের পর এখন ক্লাব বিহীন রোনালদো।
বিশ্বকাপ শেষে কোথায় খেলবেন সেটি এখনো নিশ্চিত নয়। তবে অন্য সব ক্লাবের সঙ্গে তালিকায় যুক্ত হয়েছে সৌদি আরবিয়ান ক্লাব আল নাসেরের নাম। শোনা যাচ্ছে, আল নাসের রোনালদোকে ৩ বছরের চুক্তির প্রস্তাব দিয়েছে। যেখানে প্রতি বছর রোনালদো পাবেন ৭৫ মিলিয়ন ডলার। বাংলাদেশি টাকায় যা প্রায় ৮০০ কোটি টাকা!
রোনালদো এই প্রস্তাব নিয়ে চিন্তা করছেন বলেও গুজব। যদি শেষ পর্যন্ত এই চুক্তি সম্পন্ন হয়, রোনালদোই হবেন বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়। যেটি এখন পিএসজির কিলিয়ান এমবাপ্পের দখলে।