চোট পেয়ে হাসপাতালে রোহিত, মাঠে ফেরা নিয়ে শঙ্কা
প্রথম ওয়ানডেতে হেরে এমনিতেই চাপে আছে ভারত ক্রিকেট দল। এর মধ্যে অধিনায়ক রোহিত শর্মাকে নিয়ে দুশ্চিন্তায় পড়ে যেতে হলো সফরকারীদের। চোট পেয়ে মাঠ ছাড়া রোহিতকে যেতে হয়েছে হাসপাতাল পর্যন্ত।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলমান দ্বিতীয় ওয়ানডেতে তার ফেরা নিয়েও আছে শঙ্কা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সূত্র মারফত এমনই জানা গেছে।
বাংলাদেশের ব্যাটিং ইনিংসের দ্বিতীয় ওভারে মোহাম্মদ সিরাজের বলে স্লিপে ক্যাচ ধরতে গিয়ে হাতে আঘাত পান রোহিত। স্ক্যান করাতে তাকে নেওয়া হয়েছে হাসপাতালে। ভারতীয় অধিনায়কের আঘাত কতোটা গুরুতর, সেটা এখনও জানা যায়নি।
স্লিপে ফিল্ডিং করার সময় ডান হাতের বুড়ো আঙুলে চোট পান রোহিত। মাঠেই তার আঙুলের অবস্থা পর্যবেক্ষণ করা হয়। অবস্থা খেলার মতো নয় বলে রোহিতকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। আঙুলে স্ক্যান করে দেখা হবে কোনো চিড় আছে কিনা।
ইনিংসের দ্বিতীয় ওভারে সিরাজের করা চতুর্থ বলে ব্যাট চালান এনামুল হক বিজয়, বল যায় স্লিপে। প্রথম স্লিপে দাঁড়ানো রোহিত ক্যাচ নেওয়ার চেষ্টা করেন। কিন্তু ক্যাচটি নিতে পারেননি তিনি, উল্টো চোট পেয়ে মাঠ ছাড়তে হয় তাকে। রোহিতের অনুপস্থিতিতে অধিনায়কত্ব করছেন তার ডেপুটি লোকেশ রাহুল।