শরিফুলের একাদশে না থাকার কারণ জানাল বিসিবি
বৃষ্টির কারণে প্রথম দিন টসই হয়নি। বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হলো পরের দিন। চারদিনে নেমে আসা এই টেস্টে টস জিতে বোলিং নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই ম্যাচের একাদশে নেই শরিফুল ইসলাম।
প্রথম টেস্ট জয়ে ভূমিকা রাখা বাঁহাতি এই পেসারকে একাদশে না দেখে যে কেউ অবাক হবেন। যদিও টসের সময়ই জানা যায় শরিফুলের না থাকার কারণ। কুঁচকির চোটে এই টেস্ট থেকে ছিটকে গেছেন বাংলাদেশে পেস আক্রমণের অন্যতম ভরসা হয়ে ওঠা ২৩ বছর বয়সী এই তরুণ পেসার। তার জায়গায় নেওয়া হয় দীর্ঘদিন টেস্ট না খেলা তাসকিন আহমেদকে। টসের সময় শান্ত বলেন, 'দুর্ভাগ্যজনকভাবে কুঁচকিতে হালকা চোট পেয়েছে সে, তাসকিনকে নেওয়া হয়েছে তার জায়গায়।'
পরে এক বিবৃতিতে শরিফুলের চোট নিয়ে বিস্তারিত জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে বলা হয়েছে, 'কুঁচকিতে টান লাগায় পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে শরিফুলকে বিবেচনা করা হয়নি।' প্রথম টেস্টের পরই কুঁচকির অস্বস্তির কথা জানান শরিফুল, সে সময়ই করা হয় এমআরআই। এই টেস্ট তার খেলা হচ্ছে না, সেরে উঠতে অন্তত ১০ দিন সময় লাগবে।
বিবৃতিতে শরিফুলের চোটের অবস্থা নিয়ে বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম বলেছেন, 'প্রথম টেস্টের পর শরিফুলের এমআরআই করানো হয়। তার অ্যাডাক্টরে (পেশি) গ্রেড–১ পর্যায়ের টান লেগেছে। এসব চোট থেকে সেরে উঠতে সাধারণত ১০ দিন লাগে, পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছে সে।'
পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের ম্যাচে ৩টি উইকেট নেন শরিফুল। প্রথম ইনিংসে ২টি এবং পরের এক ইনিংস তার শিকার একটি উইকেট। প্রথম ইনিংসেই তার অবদান বেশি, নতুন বলে দাপট দেখিয়ে শুরুতেই প্রতিপক্ষকে চাপে ফেলেন শরিফুল। পাকিস্তানের ১৬ রানের মধ্যেই তিনি তুলে নেন শান মাসুদ ও বাবর আজমের উইকেট।
এই টেস্টের একাদশে সুযোগ পাওয়া তাসকিন এক বছরেরও বেশি সময় পর দীর্ঘতম ফরম্যাটে খেলেতে নেমেছেন। ডানহাতি এই পেসার জাতীয় দলের জার্সিতে সর্বশেষ টেস্ট খেলেন ২০২৩ সালের জুনে, আফগানিস্তানের বিপক্ষে। চোট ও ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বিবেচনায় টেস্ট থেকে বিরতি নিয়েছিলেন তাসকিন। একাদশে ফিরেই উইকট পান তিনি, পাকিস্তানের যাওয়া একমাত্র উইকেটটি তারই নেওয়া।