সংখ্যায় সংখ্যায় বিশ্বকাপ ফাইনাল
চার বছরের বিরতিতে দুয়ারে হাজির আরেকটি ফুটবল বিশ্বকাপের ফাইনাল। যেখানে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ফ্রান্স। বাংলাদেশ সময় আজ রাত ৯টায় কাতারের লুসাইল স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। যে দলই জিতুক, তিনটি শিরোপা ঘরে উঠবে তাদের। দুই দলই দুটি করে শিরোপা জিতেছে। আর্জেন্টিনা-ফান্স মহারণ দেখা আগে সংখ্যায় সংখ্যায় বিশ্বকাপ ফাইনালের মজার কিছু রেকর্ড দেখে নেওয়া যাক।
২১ বিশ্বকাপের ৯২ বছরের দীর্ঘ ইতিহাসে এখন পর্যন্ত ২১টি ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হওয়ায় ১৯৫০ বিশ্বকাপে ছিল না কোনো আনুষ্ঠানিক ফাইনাল ম্যাচ। কিন্তু শিরোপার লড়াইটি ফাইনাল হিসেবেই বিবেচিত হয়েছে। এবার ২২তম ফাইনালে লড়াই করতে যাচ্ছেন মেসি-এমবাপ্পেরা।
১৩ এখন পর্যন্ত 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ'- বিশ্বকাপের ফাইনাল খেলেচে ভিন্ন ভিন্ন ১৩টি দেশ। সর্বোচ্চ ৫বার শিরোপা জিতেছে ব্রাজিল। চারবার করে সেরার মুকুট জিতেছে ইতালি ও জার্মানি। আর্জেন্টিনা, উরুগুয়ে ও ফ্রান্সের ঝুলিতে দুটি করে শিরোপা।
৫ শিরোপার লড়াই মানেই টানটান উত্তেজনা, কেউ কাউকে ছেড়ে কথা বলে না। কয়েকটি উদাহরণ বাদ দিলে বেশিরভাগ ফাইনালই উত্তজনাপূর্ণ হয়েছে। এর মধ্যে পাঁচটি ম্যাচের ফলাফল এসেছে অতিরিক্ত সময়ে।
২ দীর্ঘ ইতিহাস হলেও বিশ্বকাপের ফাইনাল খুব বেশিবার টাইব্রেকারে গড়ায়নি। এখন পর্যন্ত দুইবার পেনাল্টি শুট আউটে ফাইনালে ফলাফল এসেছে (১৯৯৪: চ্যাম্পিয়ন ব্রাজিল, ২০০৬: চ্যাম্পিয়ন: ইতালি)।
১ অতিরিক্ত সময়ে বা টাইব্রেকারে গেলেও প্রায় প্রতিটি ফাইনালেই গোলে হয়েছে। কেবল একটি বিশ্বকাপে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে কোনো গোল হয়নি। ব্রাজিল-ইতালির মধ্যকার ১৯৯৪ বিশ্বকাপ ফাইনাল গোলশূন্য ব্যবধানে শেষ হয়। টাইব্রেকারে শিরোপা জেতে সেলেসাওরা।
৩ আর্জেন্টিনা ও জার্মানির বিশ্বকাপ ফাইনাল খেলার সংখ্যা। বিশ্বকাপে দুই দেশের মধ্যকার ফাইনালে যা সর্বোচ্চ (১৯৮৬, ১৯৯০ ও ২০১৪)।
১২ ইউরোপিয়ান দলগুলোর জেতা বিশ্বকাপ সংখ্যার সমষ্টি, যা যেকোনো মহাদেশের তুলনায় বেশি। লাতিন আমেরিকার তিন দেশ ব্রাজিল, আর্জেন্টিনা ও উরুগুয়ে মিলে জিতেছে ৯টি শিরোপা।
২ বিশ্বকাপের ইতিহাসে দুটি দল টানা দুবার শিরোপা জিতেছে। ১৯৩৪ ও ১৯৩৮ আসরে ইতালি এবং ১৯৫৮ ও ১৯৬২ আসরে ব্রাজিল শিরোপা জেতে। তৃতীয় দল হিসেবে এই তালিকায় নাম তোলার সুযোগ এবার ফ্রান্সের।
৫ ব্রাজিলের বিশ্বকাপ জয়ের সংখ্যা, যা যেকোনো দলের চেয়ে বেশি।