সংখ্যায় সংখ্যায় বিশ্বকাপ ফাইনাল

আর্জেন্টিনা-ফ্রান্স; যে দলই জিতুক, তিনটি শিরোপা ঘরে উঠবে তাদের। দুই দলই দুটি করে শিরোপা জিতেছে। মেসি-এমবাপ্পেদের মহারণের আগে সংখ্যায় সংখ্যায় বিশ্বকাপ ফাইনালের মজার কিছু রেকর্ড দেখে নেওয়া যাক।