চ্যাম্পিয়ন্স লিগ খেলা ক্লাবগুলোকে নিজেই প্রস্তাব দিয়েছেন রোনালদো!
বিশ্বকাপের আগে থেকেই খবরের শিরোনামে নিয়মিত জায়গা করে নিচ্ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পিয়ার্স মরগানকে দেওয়া সাক্ষাৎকারের কথা জানে গোটা দুনিয়াই। এরপর বিশ্বকাপে তার দল পর্তুগাল ফেভারিট হয়েও আফ্রিকান দল মরক্কোর কাছে কোয়ার্টার-ফাইনালে হেরেই বিদায় নেয়।
ব্যক্তিগতভাবেও বিশ্বকাপটা একদমই ভালো কাটেনি রোনালদোর। নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপে এমন বিদায় নিশ্চয়ই নিতে চাননি তিনি। বিশ্বকাপের ডামাডোলের মধ্যেই ম্যানচেস্টার ইউনাটেডের সঙ্গে পারস্পারিক সমঝোতার ভিত্তিতে চুক্তি বাতিল করেন রোনালদো। এরপর থেকেই ক্লাব বিহীন তিনি।
বিশ্বকাপের পর কোন ক্লাবে যাবেন, সেটি নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই, এর মধ্যে গুঞ্জন রটেছে, সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দিতে পারেন রোনালদো। যেখানে বছরে প্রায় ২২০০ কোটি টাকা পাবেন তিনি।
কিন্তু রোনালদোর ইচ্ছে চ্যাম্পিয়ন্স লিগে খেলা, যার জন্য তাকে খুঁজে নিতে হবে এই টুর্নামেন্টটি খেলছে এমন কোনো ক্লাব। সেই ক্লাবগুলোরই একটি হল জার্মানির ফ্রাঙ্কফুর্ট।
রোনালদো তাদের হয়ে খেলার জন্য প্রস্তাব দিয়েছেন বলে দাবি ক্লাবটির প্রেসিডেন্ট অ্যাক্সেল হেলমান, 'রোনালদো আমাদের হয়ে খেলতে চায় এমন প্রস্তাব আমরা পেয়েছি। আমার মনে হয়, চ্যাম্পিয়ন্স লিগে এই মৌসুমে যে ক্লাবগুলো খেলছে, তাদের সবার কাছেই এই প্রস্তাব গিয়েছে।'
যদিও এই ধরণের খবর আরো বেশ কয়েকটি ক্লাব থেকে শোনা গিয়েছিল, রোনালদোকে প্রত্যেকেই ফিরিয়ে দিয়েছেন বলেও খবর ছিল। কিন্তু এসব কিছুকেই মিডিয়ার সৃষ্টি বলে নাকচ করে দিয়েছেন রোনালদো নিজেই।
এবার ফ্রাঙ্কফুর্টের প্রেসিডেন্টের এই দাবি সম্পর্কে রোনালদো মুখ খুলেন কিনা, সেটিই দেখার বিষয়।